বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির। আর শাসকদলের নেতাদের মধ্যে চৰ্চা চলছে টিকিট নিয়ে। কারা নতুন করে টিকিট পাবেন, কোন পুরাতনদের উপর দল ফের ভরসা রাখবেন, কাদের দল টিকিট দেবে ন এইসবই। আরেকটি বিষয় নিয়েও চর্চা চলছে, তা হল জিতে এলে মন্ত্রিত্ব মিলবে নাকি কোনও সরকারি কমিটির শীর্ষপদ?
চর্চায় পার্থ-ও (Partha Chatterjee)
২০২২ সাল থেকে তৃণমূলের একের পর এক তাবড় নেতা-মন্ত্রীরা নানা দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন। বেশ কয়েকজন জামিন পেয়েছেন সম্প্রতি। তালিকায় জ্যোতিপ্ৰিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা। ভবিষ্যতে তাদের রাজনীতিতে ফেরা নিয়ে সর্বাধিক চর্চা চলছে। সেই সূত্রেই সামনে আসছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামও। যদিও তিনি এখনও জেলবন্দি।
এক মামলায় জামিনে মুক্ত হলেও এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ফিরে এলে কি প্রার্থী করা হবে তাকে? ফিরে পেতে পারেন নিজের মন্ত্রিত্ব? এই নিয়ে জোর জল্পনা। যদিও সুপ্রিম কোর্টের একটি রায় মনে করিয়ে দেয়, পার্থ চট্টোপাধ্যায় আর কখনও কোনও সরকারি পদ পাবেন না। ফলে তার মন্ত্রী হওয়া আর সম্ভব নয়।
কি বলা হয়েছিল সুপ্রিম রায়ে? সর্বোচ্চ আদালত জানিয়েছিল যতদিন মামলার ট্রায়াল চলবে, ততদিন কোনও সরকারি পদে তিনি থাকতে পারবেন না। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায়ের ‘১৮-জে’ নম্বর পয়েন্টে এই বিষয়টির উল্লেখ রয়েছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই তৃণমূলের প্রাক্তন মহাসচিবের ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।
আরও পড়ুন: আজও বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কবে কমবে দুর্যোগ? অবশেষে দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পরই শিল্পমন্ত্রী এবং দলের মহাসচিব সহ সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেয় তৃণমূল। আইনি পথে নিজেকে নির্দোষ প্রমাণ করে পার্থকে নিজের জায়গায় ফিরতে হবে বলে জানিয়ে দেয় দল। দু’বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।