বাংলাহান্ট ডেস্ক : বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। দেশের বিচারব্যবস্থা (Supreme Court) নিয়ে সম্প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল তাঁকে। ওয়াকফ আইন সহ একাধিক বিষয়ে দেশের সুপ্রিম কোর্ট এবং সর্বোচ্চ বিচারপতির বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত ভাবে নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছিলেন তিনি। বিজেপি তাঁর এহেন মন্তব্যের দায়ভার এড়ালেও এবার অভিযোগের উত্তরে মুখ সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই।
বিজেপি সাংসদের অভিযোগের উত্তর সুপ্রিম (Supreme Court) বিচারপতির
আগামী মাসেই দেশের সর্বোচ্চ বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন বি আর গাভাই। তার আগে সোমবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিতে দাখিল করা রিট পিটিশনের উল্লেখ করা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। তার পরিপ্রেক্ষিতেই মুখ খোলেন বিচারপতি বি আর গাভাই। এদিন তিনি বলেন, ‘আপনি চান যে আমরা একটি রিট ইস্যু করে রাষ্ট্রপতিকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের নির্দেশ দিই? আমাদের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাহী শাখায় এক্তিয়ার বহির্ভূত ভাবে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে…’।
মুখ খোলেন বিচারপতি: এর উত্তরে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন মন্তব্য করেন এই আবেদন আগামীকাল শুনানির জন্য তালিকাভুক্ত হয়ে রয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বি আর গাভাই এর এমন প্রতিক্রিয়াকে অনেকেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
আরো পড়ুন : গীতা পাঠ থেকে চিন্ময় কৃষ্ণের জন্য প্রার্থনা, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সনাতনী সম্মেলনের ঘোষণা শুভেন্দুর
কী বলেন সাংসদ: উল্লেখ্য, সম্প্রতি দেশের বিচারব্যবস্থার বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, দেশে ধর্মীয় যুদ্ধের জন্য সুপ্রিম কোর্টই দায়ী। নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে শীর্ষ আদালত (Supreme Court)। সবকিছুর জন্যই যদি সুপ্রিম কোর্টে যেতে হয় তাহলে সংসদ এবং রাজ্যের বিধানসভাগুলি বন্ধ করে দেওয়া উচিত। এখানেই না থেমে তিনি আরো বলেন, প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। সংসদ দেশের আইন প্রণয়ন করে। সুপ্রিম কোর্ট সেই সংসদকে নির্দেশ দেবে? কোন আইনে লেখা আছে যে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে? দেশে অরাজকতা সৃষ্টির অভিযোগও এনেছিলেন তিনি শীর্ষ আদালতের বিরুদ্ধে।
আরো পড়ুন: অর্ধেক দামে মিলছে আলু-পেঁয়াজ, অনলাইন বাজারেই ভিড় জনতার, মাছি তাড়াচ্ছে মুদি দোকানিরা
এরপরেই অবশ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মন্তব্য করেন, দুই সাংসদের মন্তব্য তাঁদের ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিজেপি এই ধরণের মন্তব্যকে সমর্থন করে না। বিজেপি (BJP) সবসময় বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। দলের মতে, বিচারব্যবস্থা ভারতীয় গণতন্ত্রের অঙ্গ এবং সংবিধান রক্ষার অন্যতম স্তম্ভ। সুপ্রিম কোর্ট এবং দেশের অন্যান্য আদালতকে বিজেপি গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে এবং তাদের রায়কে শ্রদ্ধার সঙ্গে মেনে চলে। যদিও অন্দরের খবর, বিজেপির অভ্যন্তরে অনেকেই নাকি সমর্থন করছেন নিশিকান্ত দুবেকে।