বাংলা হান্ট ডেস্কঃ বিচার বিভাগ নিয়ে সম্প্রতি কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) একটি মন্তব্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিরোধী দল। নিজেদের সমর্থন ও কথা মানুষের সামনে তুলে ধরতে একাধারে গণমাধ্যম, বিচার বিভাগ এবং তদন্তকারী সংস্থা হিসেবে আমাদের কাজ করতে হয়’। এবার রাহুলের এই মন্তব্যের পাল্টা দিলেন দেশের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)।
কংগ্রেস নেতার মন্তব্যের পাল্টা কী বললেন চন্দ্রচূড় (DY Chandrachud)?
সদ্য সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন চন্দ্রচূড়। এরপর থেকে একাধিকবার নানান কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি যেমন এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এদেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেন সদ্য প্রাক্তন সিজেআই।
চন্দ্রচূড় বলেন, ‘বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে আমি কোনও আলোচনায় যেতে চাইছি না। এখন সেই আলোচনার সময়ও নয়। তবে মনে রাখতে হবে, কখনওই এটা মনে করা উচিত নয়, আইনসভায় বিচার বিভাগ বিরোধী দলের ভূমিকা পালন করে কিংবা সেফ গার্ড হিসেবে কাজ করে’।
আরও পড়ুনঃ ‘আগামী সপ্তাহে তলব করতে পারে CBI’! কোন মামলায়? এবার বোমা ফাটালেন খোদ মহুয়া
সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি (Chief Justice of India) পরিষ্কার জানান, আইনের সকল খুঁটিনাটি যাচাই করা এদেশের বিচার ব্যবস্থার মুখ্য কাজ। চন্দ্রচূড়ের কথায়, ‘বিচার ব্যবস্থার সঙ্গে আইন এবং সংবিধানের সম্পর্ক কী আমাদের কাজ সেটা খতিয়ে দেখা। তবে মানুষ বহু সময় নিজের হাতে আইন তুলে নেন ও সেটির মর্যাদাহানি করেন। সেটা একেবারেই উচিত নয়’।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেছেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। এরপর নানা কারণে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি যেমন প্রাক্তন সিজেআই রাজনীতিতে যোগ দেবেন কিনা সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছিল। তাতে চন্দ্রচূড় স্পষ্ট জানিয়েছেন, ‘না’।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…