গরুকে জাতীয় পশু ঘোষণা করার আর্জি সুপ্রিম কোর্টে, শুনানিতে বড় রায় শীর্ষ আদালতের

বাংলাহান্ট ডেস্ক : বাঘ নয়, গোরুকে করা হোক জাতীয় পশু। দিনকয়েক আগেই এলাহাবাদ হাইকোর্টে উঠেছিল এমনই সুপারিশ। পাশাপাশি গরু সুরক্ষার ক্ষেত্রে এই রকম সুপারিশ করেছিল আদালত। এরপর এই মর্মে কেন্দ্রের তরফে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল গোবংশ সেবা সদন নামের একটি এনজিও। কিন্তু, এবার সোমবার সুপ্রিম কোর্ট গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার আবেদনের শুনানি করতে অস্বীকার করে। বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি অভয় এস ওকা আবেদনকারীকে জিজ্ঞাসা করেন যে এটির দ্বারা কোন মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আবেদনকারীকে তিরস্কার: সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে যে এটা কি আদালতের কাজ? আপনি কেন এমন আবেদন করেন যে আমাদের আপনাকে জরিমানা করতে হবে? কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে? আপনি আদালতে এসেছেন নেতিবাচক ফলাফলের আশায়।আদৌ কি আমাদের এটি করা উচিত?’

local cattle 1

আবেদনকারীর জরিমানা আরোপের বিষয়টি প্রত্যাহারের আবেদন: আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী আদালতে বলেন, গোরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যদিও মামলায় জরিমানা আরোপ করা হতে পারে যে বেঞ্চের তরফে আইনজীবীকে সতর্ক করা হয়। তারপরে তিনি আবেদনটি প্রত্যাহার করে নেন এবং বিষয়টি খারিজ হয়ে যায়।আজ শীর্ষ আদালত গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য বেসরকারি সংস্থা গোবংশ সেবা সদন এবং অন্যদের একটি পিআইএল শুনছিল।সেই সময়েই বিচারপতিরা এই রায় দেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর