সুপ্রিম কোর্টে রতন টাটার ১০ বছরের পুরনো মামলার শুনানি, এক মহিলা ফাঁস করেছিলেন তথ্য

বাংলা হান্ট ডেস্ক: ২০১০ সালে অডিও টেপ ফাঁসের ঘটনায় জড়িত নীরা রাডিয়া (Niira Radia) সংক্রান্ত তদন্তের পরিপ্রেক্ষিতে ভারতের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটার (Ratan Tata) আবেদনের ভিত্তিতে এবার আট বছর পর সুপ্রিম কোর্ট ওই মামলার শুনানি করবে। মূলত, রতন টাটা ওই ঘটনায় তাঁর গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি জানান।

প্রসঙ্গত উল্লেখ্য, শিল্পপতি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ছাড়াও আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সঙ্গে নীরা রাডিয়ার ফোনালাপ এক দশক আগে একটি তদন্তের অংশ হিসেবে ট্যাপ করা হয়েছিল।

এমতাবস্থায়, ২০১২ সালের আগস্ট মাস নাগাদ শিল্পপতি রতন টাটা সুপ্রিম কোর্টের কাছে ওই অডিও টেপগুলি কিভাবে ফাঁস হয়েছিল তার বিবরণ জানতে চেয়ে সরকারের দায়ের করা রিপোর্টের একটি প্রতিলিপি চেয়েছিলেন। আর এই ঘটনাই পরবর্তীকালে “রাডিয়া টেপ” বিতর্ক নামে পরিচিতি পায়।

মূলত, ২০১০ সালে নীরা রাডিয়ার সাথে রতন টাটার একটি কথোপকথন মিডিয়াতে প্রকাশিত হয়েছিল। এর পরে, টাটা সরকারের বিরুদ্ধে আদালতে পৌঁছে জানিয়েছিলেন যে, ওই অডিও টেপ প্রকাশ তাঁর গোপনীয়তার অধিকারকে লঙ্ঘিত করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, টু-জি কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পরেও সামনে এসেছিল রাডিয়ার নাম। পাশাপাশি, তখন অভিযোগ উঠেছিল যে, তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজা-কে নিয়োগ করতে তিনি নাকি প্রভাব খাটিয়েছিলেন।

29radianew1

এদিকে, প্রভাবশালী কর্পোরেট লবিস্ট হিসেবে পরিচিত ওই নীরা রাডিয়ার সঙ্গেই রতন টাটা সহ একাধিক বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ ও সংবাদ মাধ্যম কর্তাদের কথোপকথনের টেপ ফাঁস করেছিল সিবিআই। এমতাবস্থায়, বিতর্কের জেরে এক সময় রমরমিয়ে চালানো জনসংযোগ ব্যবসা আচমকাই গুটিয়ে নেন রাডিয়া।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর