‘মিলবে না ভাতা…’, সরকারি কর্মীদের মাথায় বাজ! বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগেই মহার্ঘ ভাতা বেড়েছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের (Government Employee’s)। আগে ৪৬% হারে মহার্ঘ ভাতা (DA) পেতেন কেন্দ্রের কর্মীরা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০%। এছাড়াও আরও একাধিক ভাতা বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। এরই মাঝে এবার হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) নিয়ে বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনও সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাবেন না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দকৃত আবাসনে বিনা ভাড়ায় বসবাসকারী কোনও সরকারি কর্মী এইচআরএ পাওয়ার যোগ্য না। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহতা এই নির্দেশ দেন।

এইচআরএ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ে মাথায় বাজ সরকারি কর্মীদের। জানা গিয়েছে সম্প্রতি এক সরকারি কর্মী এইচআরএ নিয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে। তাকে কিছুদিন আগে এইচআরএ ফেরত দেওয়ার নোটিস পাঠানো হয়। সরকারি কর্মীর অফিস থেকে পাঠানো সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ওদিকে ওই সরকারি কর্মীর বাবাও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন সেই সরকারি কর্মী।

সুপ্রিম কোর্টে মামলা উঠলে জোর ধাক্কা খান ওই কর্মচারী। শীর্ষ আদালত জানিয়েছে, এইচআরএ ফেরত চেয়ে অফিস ওই সরকারি কর্মীকে যে নোটিশ পাঠিয়েছেন তা সম্পূর্ণ বৈধ। জম্মু-কাশ্মীর সিভিল সার্ভিসেস (হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যান্ড সিটি কমপেনসেসন অ্যালাওয়েন্স) বিধি, ১৯৯২ অনুযায়ী সেই নোটিশ পাঠানো হয়েছ ওই সরকারি কর্মীকে।

এইচআরএ বাবদ মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৮১৪ টাকা ক্লেম করেছিলেন ওই সরকারি কর্মী। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে ওই টাকা ফেরত দেওয়ার জন্য যে নোটিস দেওয়া হয়েছে তা জম্মু-কাশ্মীর সিভিল সার্ভিসেস (হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যান্ড সিটি কমপেনসেসন অ্যালাওয়েন্স) বিধি, ১৯৯২ মোতাবেক বৈধ। অর্থাৎ সরকারি কর্মীকে ওই টাকা ফেরত দিতে হবে।

Supreme Court

আরও পড়ুন: আজ তুমুল ঝড়-বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায়! আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বড় বদল

আইন অনুযায়ী, কোনও সরকারি কর্মচারী যদি একটি সরকার অনুমোদিত বাসভবনে একসঙ্গে ভাগাভাগি করে থাকেন, তাহলে কেবলমাত্র একজন এইচআরএ পেতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলাকারী নিজে একজন সরকারি কর্মচারী। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তার বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে থাকেন। এই আবহে তিনি ওই ভাড়াবাড়ির জন্য ভাতা পেতে পারেন না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর