‘অনিচ্ছুক মহিলার স্তনে হাত দেওয়া…’! হাইকোর্টের পর্যবেক্ষণের প্রেক্ষিতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ধর্ষণ সম্বন্ধিত একটি মামলায় উচ্চ আদালতের এক বিচারপতির মন্তব্য নিয়ে জোর চর্চা হয়েছে। অভিযুক্তের জামিন মঞ্জুর করার সময় তিনি বলেন, ‘ধর্ষিতা নিজেই সমস্যা ডেকে এনেছেন’। এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি এই মন্তব্য করেছিলেন। এবার সেই মন্তব্য নিয়েই কড়া আপত্তি জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নারী নির্যাতন সম্বন্ধিত এই মামলায় বিচারপতির অনভিপ্রেত মন্তব্য নিয়ে কড়া অবস্থান নিল এদেশের শীর্ষ আদালত।

কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে। সেই বছর দিল্লির একটি বারে একজন ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্রে বলপূর্বক ধর্ষণের (Rape) শিকার হন এক মহিলা। সেই মামলাতেই অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করার সময় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বলেন, ‘ধর্ষিতা নিজেই সমস্যা ডেকে এনেছেন’। গত ১১ মার্চ এহেন মন্তব্য করেন তিনি।

এবার এই বক্তব্য নিয়েই কড়া অবস্থান নিল শীর্ষ আদালত। সোমবার বিচারপতি বি আর গাভাই (BR Gavai) ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর ডিভিশন বেঞ্চ বলে, ‘ঘটনা পরম্পরার ভিত্তিতে সকল বিচারপতিরই জামিন মঞ্জুর করার অধিকার রয়েছে। তবে সেটা করতে গিয়ে কোনও ভাবেই আঘাতজনক অথবা অনভিপ্রেত মন্তব্য করা উচিত নয়’।

আরও পড়ুনঃ মাসে মাসে নয়, এই প্রকল্পে রোজ ৫০০ টাকা দেবে সরকার! কারা সুবিধা পাবেন?

সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানান, কেবলমাত্র আইনগত বিচার নয়, সেই বিচারের ভাষাও যেন সংবেদনশীলতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন ঘটায়। জানা যাচ্ছে, এদিন শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতাও প্রশ্ন করেন, ‘সাধারণ মানুষের চোখে এই ধরণের মন্তব্য কী বার্তা দিচ্ছে?’

ধর্ষণ সম্বন্ধিত মামলায় এই মন্তব্যের পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের আরও একটি বিতর্কিত রায় সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলা এদিন সুপ্রিম কোর্টে উঠেছিল। এই মামলায় উচ্চ আদালত বলেছিল, নাবালিকার বুকে হাত দেওয়া, কালভার্টের দিকে টেনে নিয়ে যাওয়া অথবা তার পাজামার দড়ি টেনে ধরার মতো ঘটনাগুলি ধর্ষণের চেষ্টার মধ্যে পড়ে না। এই রায় নিয়েও জোর শোরগোল পড়ে গিয়েছিল।

Supreme Court

‘উই দ্য উইমেন অফ ইন্ডিয়া’ নামক একটি সংগঠন এই বিষয়টি শীর্ষ আদালতের সামনে তুলে ধরে। ইতিমধ্যেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই উত্তরপ্রদেশ সরকার (Government of Uttar Pradesh) ও কেন্দ্রের বক্তব্য তলব করেছে আদালত। তবে এই মামলার শুনানি চার সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে এলাহাবাদ হাইকোর্ট। নানান মামলায় উচ্চ আদালতের রায় নিয়ে চর্চা হয়েছে, দেখা দিয়েছে বিতর্ক। এবার এমনই দুই মামলায় বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কড়া অবস্থান নিয়েছে আদালত।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X