‘সরকারের বিবেচনা করা উচিত’! আমজনতার সুবিধার্থে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। বিগত কয়েক বছরে স্বাস্থ্য পরিষেবাও বেশ খরচসাধ্য হয়ে উঠেছে। বিশেষত বেসরকারি হাসপাতালে (Private Hospital) চিকিৎসা করাতে গেলে হু হু করে টাকা বেরোতে থাকে। সেই সঙ্গেই রয়েছে নানান আনুষাঙ্গিক খরচ। বহু ক্ষেত্রে দেখা যায়, হাসপাতাল থেকে চড়া দামে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগীর পরিবার-পরিজনরা। এই নিয়ে মামলা হতেই এবার বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি বিচারপতি সূর্য কান্তর (Justice Surya Kant) বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

বেসরকারি হাসপাতাল ভর্তি হওয়া মানেই মোটা টাকা খরচ! এমনিতেই সেখানে চিকিৎসা করানো যথেষ্ট ব্যয়বহুল। তার ওপর অনেক সময় সেখান থেকেই বেশি দামে ওষুধপত্র কিনতে বাধ্য হন রোগীর পরিবারের সদস্যরা। এমন পরিস্থিতি হলে, কোথায় যাবে সাধারণ মানুষ? এই নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশ, বেসরকারি হাসপাতাল থেকে ওষুধ কিনতে রোগীর পরিবার-পরিজনকে বাধ্য করা যাবে না। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। এর ফলে বহু মানুষের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ খুলে গেল কপাল! হঠাৎ লক্ষ লক্ষ কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য, তবে বকেয়া নিয়ে টালবাহানা অব্যাহত

জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালে আত্মীয়ের চিকিৎসা করাতে গিয়ে চাপে পড়েন সিদ্ধার্থ ডালমিয়া নামের একজন ব্যক্তি। অভিযোগ, তাঁকে হাসপাতাল থেকে বেশি দামে ওষুধ (Medicines) কিনতে হয়। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

Supreme Court

মামলাকারী ব্যক্তির অভিযোগ, বেসরকারি নার্সিংহোম, হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে একটি চক্র চলে। যে কারণে হাসপাতালের ফার্মেসি থেকে নূন্যতম মূল্যের বেশি টাকায় ওষুধ কিনতে বাধ্য হয় রোগীর পরিবার-পরিজন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই সময়ই আদালত নির্দেশ দেয়, রোগীর পরিবার-পরিজনকে বেসরকারি হাসপাতাল থেকে ওষুধ কিনতে বাধ্য করা যাবে না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘বেসরকারি হাসপাতালে ওষুধে চড়া দাম এবং আর্থিক শোষণ রুখতে নির্দেশিকা তৈরির বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর