বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেই শুনানিতেই কন্যা সন্তানের পড়াশোনা সংক্রান্ত খরচ নিয়ে বড় নির্দেশ দেওয়া হল। আদালতের স্পষ্ট নির্দেশ, মা-বাবার থেকে পড়াশোনার খরচ নেওয়া একজন মেয়ের আইনসিদ্ধ, অনস্বীকার্য ও বৈধ অধিকার।
আর কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
জানা যাচ্ছে, গত নভেম্বর মাসে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই সময় খোরপোষ হিসেবে ৭৩ লক্ষ টাকা দেন স্বামী। এর মধ্যে ৩০ লক্ষ টাকা ছিল স্ত্রীয়ের জন্য এবং বাকি ৪৩ লক্ষ টাকা ছিল মেয়ের পড়াশোনার (Education) খরচ। ওই দম্পতির কন্যা আয়ারল্যান্ডে পড়াশোনা করেন। তবে বাবার দেওয়া টাকা নিতে রাজি নয় সে। তাঁর কথায়, নিজের সম্মানের খাতিরে ওই টাকা নিতে চান না তিনি।
এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, কন্যাসন্তান হিসেবে মা-বাবার থেকে পড়াশোনার খরচ নেওয়া তাঁর আইনসিদ্ধ, অনস্বীকার্য ও বৈধ অধিকার। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের মতে, দম্পতির মেয়ের নিজের পড়াশোনা সম্পন্ন করার মৌলিক অধিকার আছে। তার জন্য বাবা-মাকে নিজেদের সাধ্যমতো অর্থ দিতে হবে।
আরও পড়ুনঃ ‘এত সহজে ছেড়ে দেব না..,’ ভরা এজলাসে ক্ষুব্ধ বিচারপতি ঘোষ, কাকে হুঁশিয়ারি দিলেন?
এদিকে ওই দম্পতির কন্যা বাবার দেওয়া ৪৩ লক্ষ টাকা নিতে রাজি নন। তিনি তাঁর বাবাকে টাকা ফেরত দিয়ে দিতে চান। তবে বাবা সেই টাকা ফেরত নিতে চান না। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওই অর্থ (Educational Expenses) দম্পতির মেয়ের অধিকার। কোনও রকম জরুরি কারণ ছাড়াই ওই কন্যা সন্তানের পিতা ওই টাকা খরচ করেছে। সেক্ষেত্রে ধরে নেওয়া যায়, তাঁর সেই টাকা খরচের সামর্থ্য রয়েছে।
সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, এক্ষেত্রে ওই কন্যা সন্তানের বাবার দেওয়া টাকা রেখে দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। সেই টাকা তাঁর বাবা কিংবা মাকে ফেরত দিয়ে দেওয়ার কোনও দরকার নেই। এবার তাঁর যা মনে হয়, তিনি সেটা করতে পারেন বলে জানিয়েছে শীর্ষ আদালত।