‘তথ্য লোপাট করছে, আমাকে খুন করে ফেলবে..’, বাংলার মহিলা আইনজীবীর মামলাতে বড় নির্দেশ SC-র

বাংলা হান্ট ডেস্কঃ লড়েছেন সন্দেশখালি মামলা, আরজি কর (RG Kar) মামলাতেও অংশগ্রহণ করেছেন। আর সেই কারণেই তাকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের মহিলা আইনজীবীর অভিযোগ, কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন তাকে টার্গেট করছে। এমনকি খুন পর্যন্ত করা হতে পারে। এই নিয়েই প্রাণভয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি।

আইনজীবী সংযুক্তা সামন্ত সরাসরি আঙুল তোলেন কলকাতা হাইকোর্টে পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে। তার অভিযোগ, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পাবলিক প্রসিকিউটর তৃণমূল ক্যাডারের মতো কাজ করছেন। কর্মক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। তার কেস ডায়েরি পরিবর্তন করা থেকে সিআইডির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা করার মতো বিস্ফোরক অভিযোগ তোলা হয় আদালতে।

সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য ওঠে। বিচারপতি বি আর গাভাইয়ের এজলাসে মামলাটির শুনানি ছিল। সেখানে মহিলা আইনজীবীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস শাসিত বাংলায় মামলা করার জন্যই তাকে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

আরও পড়ুন: মা-বোনের বিকৃত ছবি টাঙিয়ে দিয়ে আসব! আরজি কর কাণ্ডের মাঝেই চরম হুমকি তৃণমূল নেতার

অভিযোগকারীর বক্তব্য শুনে বিচারপতি বি আর গাভাইয প্রশ্ন তোলেন, ‘আপনি কলকাতা হাইকোর্টে কেন যাননি?’ উত্তরে অ্যাডভোকেট সংযুক্তা সামন্ত বলেন, “সকলে তাকে হেনস্থা করছে। তার সমস্যা বুঝতে পারছে না। তার বক্তব্য নিয়ে হাসাহাসি করা হচ্ছে।”

Supreme Court

আরও পড়ুন: Lagnajita Chakraborty: ‘আলাদা করে যোগাযোগ করে কথা হয়েছে’, লগ্নজিতাকে কী বলেছেন ‘তিলোত্তমা’র প্রেমিক?

যদিও এদিন গোটা ঘটনা শুনে আইনজীবী সংযুক্তা সামন্তর আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট অভিযোগকারী আইনজীবিকে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর