‘অবিলম্বে বকেয়া ২০০০ কোটি দিন’, বিরাট ধাক্কা! পশ্চিমবঙ্গ সরকারকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ অস্বস্তিতে রাজ্য সরকার (Government of West Bengal)। হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) জোর বিপাকে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, রাজ্যের কাছে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর দু’হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এবার শীর্ষ আদালতে এই মামলা উঠতেই বড় নির্দেশ।

প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ অবিলম্বে এই বিপুল বকেয়া রাজ্যকে মেটানোর নির্দেশ দিয়েছে। সোমবার সুপ্রিম নির্দেশ, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রেজিস্ট্রারের কাছে জমা দিতে রাজ্য সরকারকে। এর আগে ২০২৩ সালে বকেয়া ইস্যুতে মামলা হলে সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তৈরি বেঞ্চ সালিশি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে সমস্ত বকেয়া অর্থ মেটানোর নির্দেশ দিয়েছিল। পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। সেখানেই জোর ধাক্কা।

এদিন প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে রাজ্যকে বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালস বা এইচপিএল ছিল অনাবাসী ভারতীয় পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের চ্যাটার্জি গোষ্ঠী ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প। এই নিয়ে দীর্ঘ বিতর্কের পরে প্রায় এক দশক আগে সংস্থাটি যায় টিসিজি’র হাতে।

সেই সময় স্পষ্ট শর্ত ছিল, এইচপিএলের পুনরুজ্জীবনের জন্য টিসিজি-কে দফায় দফায় মোট ৩২৮৫.৪৭ কোটি টাকা দেবে রাজ্য সরকার। অথবা ১৯ বছর ধরে আর্থিক সহায়তা দেবে। দুটোর মধ্যে যেটা আগে হবে, সেটাই রাজ্য সরকার দেবে বলে ঠিক হয়। এরপর ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সেই অর্থ সাহায্যের পরিমাণ হয় ৩১৭.১৩ কোটি টাকা। ভ্যাটের নিরিখে ওই আর্থিক সুবিধার হিসাবে এই অঙ্ক দাঁড়ায়। অভিযোগ ওঠে, ওই বছরেরই ১ জুলাই জিএসটি চালুর পর থেকে সংস্থাকে কোনো টাকায় প্রদান করেনি রাজ্য সরকার।

Supreme Court

আরও পড়ুন:‘জবাব-চাই, জবাব-দাও’র আড়ালে চলতো এসব? ‘প্রতিবাদী’ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ

সেই সময় টিএসজির অধীনস্থ এইচপিএল-এর প্রোমোটার সংস্থা এসেক্সের দাবি অনুযায়ী, যেহেতু নতুন কর ব্যবস্থার সঙ্গে ওই সুবিধার শর্তের কোনো যোগ নেই তাই চুক্তি অনুযায়ী সেই টাকা তাদের পাওনা ছিল। চুক্তি অনুযায়ীই সেই টাকা তাদের প্রাপ্য বলে জানানো হয়। সেই সময় সালিশি আদালত এসেক্সের দাবি ন্যায্য বলে রায় দেয়। অর্থাৎ এইচপিএল-কে বকেয়া প্রাপ্য ২৯৬৮.৩৩ কোটি টাকা দেবে রাজ্য সরকার। পাশাপাশি বকেয়ার উপরে সুদ বাবদ ৬.৫৫ কোটি টাকা প্রোমোটার সংস্থা এসেক্সকে দেওয়ার কথা বলা হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর