সময় মাত্র ৪ সপ্তাহ! শিক্ষক মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, বেজায় খুশি সকলে

বাংলা হান্ট ডেস্কঃ বদলি মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে স্বস্তিতে শিক্ষকরা। শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশ, পার্শ্ববর্তী এলাকায় বদলি হওয়া শিক্ষকরা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন। যাদের বদলি দূরে হয়েছে তাদের আপাতত আদালতের পরবর্তী নির্দেশের জন্য ধৈর্য ধরতে হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, শিক্ষক নিয়োগের ১০ সি ধারা কার্যকরের আগে যেসব শিক্ষকরা চাকরি পেয়েছিলেন তারা আপাতত এই বদলির আওতায় আসবেন না। তবে ১০ সি ধারা কার্যকরের পরে যেসব শিক্ষকরা চাকরি পেয়েছেন তাদের এখনও স্বস্তি মেলেনি।

   

সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কিসান কল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই শিক্ষক বদলি (Teacher Transfer Case) মামলার শুনানি হয়। কেন কর্মরত শিক্ষকদের বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরে বদলি? প্রশ্ন তোলা হয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে।

আরও পড়ুন: পুজোর মাসেই একসঙ্গে ৩ টি উপহার পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা! খুশিতে আত্মহারা সকলে

আদালতের পর্যবেক্ষণ, “এই পেশায় বহু মহিলারাও নিযুক্ত রয়েছেন। যদি শুধু পুরুষরা এই পেশায় থাকতেন এবং তাদের বদলি করা হত, তাহলে এতটা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হত না। তবে কেন হঠাৎ ২০০ কিমি দূরে বদলি? মহিলারা চাকরিতে যোগদান করার পরই দেড়শো ২০০ কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হলে তারা চাকরি করবেন কী করে?” প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে।

tet supreme court

কোন আইনে এবং কোন নিয়মে শিক্ষকদের বাড়ি থেকে এত দূরে বদলির ওপর জোর দেওয়া হয়েছে, তা জানাতে রাজ্যকে চার সপ্তাহের সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৪ সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের এই বদলি নিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এর পাল্টা হলফনামা দেওয়ার মামলাকারী শিক্ষকদের আরও ২ সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর