হাই কোর্টের নির্দেশ খারিজ! উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা নিয়ে ‘সুপ্রিম’ রায়দান শীর্ষ আদালতের

বাংলা হান্ট ডেস্ক : ক্ষমতায় আসার পরেই উত্তরপ্রদেশের মাদ্রাসা গুলি নিয়ে সমীক্ষা শুরু করেছিল যোগী আদিত্যনাথের সরকার। পরবর্তীকালে এই রাজ্যে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়। মার্চ মাসেই মাদ্রাসা শিক্ষাকে ‘অসংবিধানিক’ বলে বাতিল করেছিল এলাহাবাদ হাই কোর্ট। এবার যোগী রাজ্যের সেই নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত (Supreme Court)।

মাদ্রাসা শিক্ষা নিয়ে ‘সুপ্রিম’ রায়দান শীর্ষ আদালতের (Supreme Court)

সেইসাথে এই রাজ্যের মাদ্রাসা শিক্ষা নিয়ে এক ‘সুপ্রিম’ রায়দান করল শীর্ষ আদালত (Supreme Court)। এদিন হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সম্পূর্ণ বৈধ বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই সাথে আদালতের তরফে এই আইনকে ‘সাংবিধানিক’ বলেও  উল্লেখ করা হয়েছে।সালটা ছিল ২০০৪। সেসময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়লম সিং যাদব।

সে সময় এই রাজ্যের ছবিটাও ছিল বেশ আলাদা। ওই বছর উত্তরপ্রদেশের প্রথম মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন কার্যকর করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর হাত ধরে উত্তর প্রদেশের আমূল পরিবর্তন আসে। পাল্টে যায় উত্তর প্রদেশের খোলনলচে।

যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর রাজ্যের সমস্ত মাদ্রাসা গুলি নিয়ে শুরু হয় সমীক্ষা। রাইরে থেকে কোনো  বিদেশি অনুদান আসছে কিনা এই প্রশ্ন তুলেই শুরু করা হয় সমীক্ষা। এরপর ধীরে ধীরে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষাকেও মূল শিক্ষা ব্যবস্থার সাথে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করে দেয়। এই পরিস্থিতিতে মাদ্রাসার শিক্ষা আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এলাহাবাদ কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন : কে ফাঁসিয়েছে? সিভিক ভলিন্টিয়ারের দাবি শুনে, RG Kar কান্ডের তদন্ত নিয়ে প্রশ্ন জুনিয়র ডাক্তারদের

এই মামলার রায় দিতে গিয়েই গত মার্চ মাসে এলাবাদ হাইকোর্ট এই মাদ্রাসা শিক্ষা আইনকে অসংবিধানিক এবং ধর্মনিরপেক্ষতা আদর্শের ‘পরিপন্থী’ বলে বাতিল করে দিয়েছিল।পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা ওঠে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। এদিন হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দিয়ে মাদ্রাসা পুরনো আইনকে বৈধ বলে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।

Supreme Court

মঙ্গলবার উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা ও আইন সংক্রান্ত মামলার রায়দানের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে এই আইন বৈধ। তাই মাদ্রাসা আইনের বৈধতা বহাল রেখেই এই আইনকে পুরোপুরি সংবিধানিক বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। জানা যাচ্ছে, এলাহাবাদ হাইকোর্ট এই মামলার রায় দেওয়ার সময় যে কাঠামোগত ত্রুটির কথা বলেছিল তা ভুল ছিল। এদিন সেকথা স্পষ্ট করেই বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘এই আইন মাদ্রাসা প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করে না।’ এরফলে আগামী দিনে উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর