ফের হবে NEET পরীক্ষা? সোমে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের … তোলপাড় দেশ!

বাংলা হান্ট ডেস্কঃ ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এ দুর্নীতির (NEET Scam) অভিযোগ নিয়ে বিগত বেশ কয়েকমাস ধরে বেশ চর্চা হচ্ছে। এই জল গড়িয়েছে আদালত থেকে রাজনীতির আঙিনা অবধি। এবার পরীক্ষায় দুর্নীতির কথা মেনে নিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই সঙ্গেই দেওয়া হল বড় নির্দেশ।

NEET মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)

ফের একবার NEET পরীক্ষায় আয়োজন করা হোক, এই দাবি জানিয়ে শীর্ষ আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছিল। সোমবার এর প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) বেঞ্চ। আদালত জানায়, পুনরায় পরীক্ষার আয়োজন অন্তিম অস্ত্র। সেই সঙ্গেই শীর্ষ আদালতের নির্দেশ, NEET পরীক্ষায় গরমিল, অনিয়মের যে অভিযোগ উঠেছে সেই প্রেক্ষিতে বুধবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

এদিন কেন্দ্রের হয়ে যে সলিসিটর জেনারেল আদালতে সওয়াল করছিলেন তিনি বৃহস্পতিবার আগামী শুনানির দিন ধার্য করার অনুরোধ করেন। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আজকের শুনানিতে NEET আয়োজন সংস্থা NTA তথা ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে শীর্ষ আদালতের নির্দেশ, কীভাবে প্রশ্ন ফাঁস হল? কোথায় ফাঁস হয়েছে? এবং প্রশ্ন ফাঁস হওয়া এবং পরীক্ষা হওয়ার মাঝের সময় কতটা? তা প্রকাশ্যে আনতে হবে।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে এক ক্যাফে! কী হতো সেখানে? তোলপাড় করা দাবি CBI-র!

এদিনের শুনানির সময় প্রধান বিচারপতি জানতে চান, NEET পরীক্ষার প্রশ্নপত্র কোথায় তৈরি করা হয়েছিল। জবাবে ন্যাশানাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফ থেকে জানানো হয় দিল্লিতে। গত ৫ মে তথা পরীক্ষার দিন সকাল ১০:৩০ থেকে ১১:০০ টার মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র খোলা হয়। এদিকে আবেদনকারীদের আইনজীবী বলেন, পরীক্ষার প্রশ্নপত্র টেলিগ্রাম অ্যাপে ফাঁস হয়েছিল। সেকথা শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলে, যদি টেলিগ্রামের মাধ্যমে ফাঁস হয়ে থাকে তাহলে বড় মাত্রায় প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে।

Supreme Court big order on NEET-UG Counselling

এদিন পুনরায় NEET আয়োজনের নির্দেশ না দিলেও সুপ্রিম কোর্টে ইঙ্গিত দেয়, যে সকল পরীক্ষার্থী নিজেদের মেধার ভিত্তিতে নয় বরং অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষায় পাশ করেছেন তাঁদের ফের পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হতে পারে। NEET দুর্নীতির তদন্তকারী সংস্থা CBI-র কাছ থেকে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর