২৮ মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করুন! শিক্ষক নিয়োগ নিয়ে এবার রাজ্যকে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। দুর্নীতি ইস্যুতে আটকে রয়েছে বহু নিয়োগ। এদিকে বিগত কয়েক বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার (Special Abled Children Education) জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবের বিষয়টি আরও প্রকট হয়েছে।

কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? Supreme Court

অভিযোগ রয়েছে, শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না। এই নিয়েই সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে প্রায় ২ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে।

এদিন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন, কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকারের বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগে অনীহা। অনেকাংশেই শীর্ষ আদালতের নির্দেশ রাজ্য মানছে না বলে অভিযোগ করা হয়। যাতে বিষয়টি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করা হয় সেই আর্জি জানানো হয়।

আদালতের মামলাকারীদের আইনজীবীরা আরও জানান, এইভাবে শিক্ষকে ঘাটতি থাকায় বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের সঠিক পঠন-পাঠন থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্যের ভূমিকা সদর্থক নয়। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ২৮ মার্চের মধ্যে প্রতিটি রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে যে মোট কতজন অনুমোদিত শিক্ষকের প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী শিক্ষক নিয়োগের কথা বলেছে শীর্ষ আদালত।

Supreme Court

আরও পড়ুন: গল্প এগোলো রাতারাতি, দর্শক টানতে জমজমাট পর্ব আনছে জলসার এই সিরিয়াল

একইসাথে যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনে কর্মরত অস্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন তাদের একটি বিশেষ কমিটি গঠন করে স্থায়ীকরণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। আগামী ১৫ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর