বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সেনার কর্ণেল সোফিয়া কুরেশিকে নিয়ে করা কুমন্তব্যের জেরে ঘোরতর বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তাঁর কুমন্তব্যের জেরে হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে (Supreme Court)। মন্ত্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু তাঁর ক্ষমা চাওয়ার ধরণ নিয়েই আবারও বিতর্কের মুখে পড়লেন বিজয় শাহ। তাঁর বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)
কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুমন্তব্যের জেরে মন্ত্রী বিজয় শাহকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি বি আর গাভাই নির্দেশ দিয়েছিলেন ক্ষমা প্রার্থনা করার। তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করেন তিনি, যার জেরে এবার ফের বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী।
কী বলল শীর্ষ আদালত: তাঁর ক্ষমা চাওয়ার ভিডিওর সূত্র ধরেই বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এ কেমন ক্ষমা প্রার্থনা! ক্ষমা চাওয়ারও একটা ধরণ হয়। মাঝেমধ্যেই কয়েকজন ব্যক্তি আইনি জটিলতা এড়াতে অতিরিক্ত বিনয়ী হয়ে ওঠে। কুমিরের কান্নাও কাঁদে। আপনার ক্ষমা চাওয়াও কি সেই ধরণের? এমন একটা কুমন্তব্য করে কি আন্তরিক ভাবে ক্ষমা চাওয়া যায় না?’ প্রশ্ন করেছেন বিচারপতি (Supreme Court)। এরপরেই মন্ত্রীর বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
আরো পড়ুন : রেড কার্পেটে কেলেঙ্কারির একশেষ! প্রথম ভারতীয় হিসেবে কানে লজ্জার নজির গড়লেন উর্বশী
গঠন হয়েছে তদন্তকারী দল: মঙ্গলবার সকালের মধ্যে তিন সদস্যের একটি তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দলে একজন মহিলা সহ তিনজন আইপিএস পদমর্যাদার আধিকারিকদের নিয়ে তদন্তকারী দল গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Supreme Court) সূর্য কান্ত। ২৮ মে এর মধ্যে সিটকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আরো পড়ুন : পাকিস্তানের মুখ দর্শনও না আর! আগামীকাল থেকেই সীমান্তে বড় পদক্ষেপ মোদী সরকারের
কী এমন বলেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী যার জেরে বিতর্কে জড়াতে হল তাঁকে? উল্লেখ্য, একটূ সভায় যোগ দিয়ে তিনি তীর্যক মন্তব্য করেছিলেন, ‘জঙ্গিরা আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছে। আর আমরা তাদেরই বোনকে যোগ্য জবাব দিতে পাঠিয়েছি’। মন্ত্রীর এহেন মন্তব্যের পরেই শুরু হয় সমালোচনা। ক্ষমা চেয়েও রেহাই পাননি তিনি।