বাংলা হান্ট ডেস্কঃ সম্পত্তি হাতে আসতেই বৃদ্ধ মা-বাবাকে ঘাড়ধাক্কা! মাঝেমধ্যেই সামনে আসে এমন খবর। বৃদ্ধ বয়সে সন্তানের নামে শেষ সম্বলটুকু (Property) লিখে দেওয়ার পর ফাঁপরে পড়ার নজির রয়েছে প্রচুর। এহেন সহায়সম্বলহীন বৃদ্ধ-বৃদ্ধাদের দিকে নজর রেখে এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর ফলে কিছুটা হলেও বাড়ল তাঁদের স্বস্তি।
কী নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)?
বৃদ্ধ বয়সে এসে বহু মা-বাবা নিজেদের সম্পত্তি সন্তানদের নামে লিখে দেন। তবে অনেক সময় দেখা যায়, সম্পত্তি হাতে আসতেই মা-বাবাকে ঘাড়ধাক্কা দিয়েছে ছেলেমেয়ে। তখন মহা ফাঁপরে পড়েন তাঁরা। এবার সহায়সম্বলহীন এমন বৃদ্ধ-বৃদ্ধাদের কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সিটি রবিকুমার (Justice CT Ravikumar) এবং বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চের নির্দেশ, দানপত্র করে ছেলেমেয়ের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর যদি শর্ত অনুযায়ী সেই সন্তান মা-বাবার দেখভাল না করেন, তাহলে মহকুমাশাসক কিংবা সংশ্লিষ্ট ট্রাইবুন্যাল দানপত্র বাতিল করে দিতে পারেন।
জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ নিবাসী ঊর্মিলা দীক্ষিত নামের একজন মহিলা একটি মামলা দায়ের করেছিলেন। তার প্রেক্ষিতেই সম্প্রতি এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই রায়ের ব্যাখ্যা দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, প্রবীণ নাগরিকদের ওপর যদি কোনও রকম বঞ্চনা হয়, তাহলে তাঁদের অধিকার ফিরিয়ে দিতেই মহকুমাশাসকের হাতে ক্ষমতা তুলে দিয়েছে আইনসভা। যদি সেই ক্ষমতা কাজে লাগাতে না দেওয়া হয়, তাহলে সিনিয়র সিটিজেন আইন যে ভাবনা থেকে তৈরি হয়েছিল, সেটা ধাক্কা খাবে।
আরও পড়ুনঃ কোটি টাকার ‘খেলা’! পার্থর নয়া কীর্তি ফাঁস করলেন নিজের জামাই! তোলপাড় রাজ্য
রিপোর্ট বলছে, সিনিয়র সিটিজেন আইনের ২৩ নং ধারার উল্লেখে আগের দানপত্র খারিজের পক্ষে সুপ্রিম কোর্ট বলেছে, ২০০৭ সালে প্রবীণ নাগরিকদের (Senior Citizen) বিশেষ সুযোগ সুবিধা প্রদানের জন্য এই আইন তৈরি করা হয়। যদি ওই আইনের ২৩ নং ধারা ব্যবহার না করতে দেওয়া হয়, তাহলে বঞ্চনা হলেও প্রবীণ নাগরিকদের অধিকারও রক্ষা করা যাবে না।
সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায়ের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের অভিজ্ঞ আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত বলেন, ‘এই আইনের প্রয়োগে সুপ্রিম কোর্ট আরও পরিষ্কার করে দিয়েছে, যদি দানপত্র করার সময় ভরণপোষণের শর্ত থাকে আর সেই শর্ত যদি না মানা হয়, তাহলে তা আইনি দোষে দুষ্ট হবে। এই রায়ের ফলে বহু প্রবীণ নাগরিক জীবনের যাবতীয় সঞ্চয় সন্তানকে দানপত্র করে দেওয়ার পর বঞ্চিত হলেও দ্রুত মত বদল করার সুযোগ পাবেন’।