বাংলা হান্ট ডেস্ক ঃ গত কয়েকদিন ধরেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নাম খবরের শিরোনামে। গত কয়েকদিন ধরে সিবিআই হেফাজতে থাকার পর আজ প্রাক্তন অর্থমন্ত্রীকে আদালতে পেশ করার কথা ছিল সিবিআইয়ের। আজ সকালেও চিদম্বরকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে, চিদম্বরম ও তার সহযোগীদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করতে পেরেছে সিবিআই।আজ সুপ্রিম কোর্টে গিয়ে বড়সড় ধাক্কা খেলো প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।এখন আরও সংকটময় পরিস্থিতির সামনে চিদম্বরম। আগাম জামিন বাতিল নিয়ে দিল্লি হাইকোর্টের রায়কেই শীলমোহর দিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য আরও তিনদিন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম কে নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করেছিল সিবিআই। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি জানান, চিদম্বরম কে হেফাজতে নিয়ে জেরা করার বিষয়ে সুপ্রিম কোর্ট কোনরকম নাক গলাবে না। যদিও দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন চিদম্বরমের আইনজীবী বিপ্লব কিন্তু সুপ্রিম কোর্টের রায়তে বড়োসড়ো চাপের মুখে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।