মুখে হাসি কুন্তলের! সুপ্রিম কোর্টের চরম ভর্ৎসনার মুখে কলকাতা হাই কোর্ট, যা হল শুনানিতে…

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়। শিক্ষক কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) দিয়েছিল তার অপর আপাতত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

অপ্রত্যাশিত পর্যবেক্ষণ’, জরিমানা মামলায় হাই কোর্টের উদ্দেশে হতাশা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এরপরেই নিম্ন আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সময় অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল এসভি রাজুর বলেন, কুন্তল ঘোষ মিথ্যে গল্প বানিয়ে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়েছেন। পাল্টা কুন্তল ঘোষের আইনজীবী সিদ্ধার্থ দাভে সওয়াল করেন, কুন্তল এই নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হননি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। কিন্তু উল্টে কুন্তল ঘোষকেই ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে ইডির সওয়াল কুন্তল জানুয়ারি মাসে গ্রেফতার হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বক্তব্য রাখার পরই কুন্তল ওই একই অভিযোগ তুলে চিঠি লেখেন। মাঝে কোনও সমস্যার কথাই জানাননি তিনি।

দু’পক্ষের সওয়াল-জবাব শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যিনি জেল হেফাজতে অত্যাচারের অভিযোগ তুলেছেন, তিনি নিজে আদালতে যায়নি। উল্টে ইডি গিয়েছে। বিষয়টা একটু আশ্চর্যের। এরপরেই নিম্ন আদালতের নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি। যে আদালতে মামলাটি চলছিল, সেখানেই ফেরত পাঠানো হয়। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, মামলায় কোনও ভাবে প্রভাব খাটানো যাবে না।

supreme court

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে ঘটনাচক্রে মামলার এজলাস পরিবর্তন হয়ে বিচারপতি অমৃতা সিনহার কাছে গেলে তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই অপরিবর্তিত রাখেন। একইসঙ্গে তিনি অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দেন। ইতিমধ্যেই অভিষেকের জরিমানার উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এবার কুন্তলের জরিমানাও আপাতত মুকুব।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর