‘দায় স্বীকার করুন’! NEET মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিরাট পদক্ষেপ আদালতের!

   

বাংলা হান্ট ডেস্কঃ NEET পরীক্ষা নিয়ে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ। সেই জল গড়িয়েছে আদালত অবধি। এবার এই নিয়ে ন্যাশানাল টেস্টিং এজেন্সি তথা NTA-কে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সামান্য ভুল হলেও সেটা ভুল, দায় স্বীকার করুন, মন্তব্য করল এদেশের শীর্ষ আদালত।

গত ৫ মে চলতি বছরের নিট পরীক্ষা (NEET Examination 2024) হয়েছে। এই বছর প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন। গত ৪ জুন ফলাফল প্রকাশিত হয়। এরপরেই মাথাচাড়া দেয় একাধিক বিতর্ক। ফুল মার্কস পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন ৬৭ জন পড়ুয়া, এই নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। এরপর গ্রেস মার্কস দেওয়া নিয়েও প্রশ্ন দেখা দেয়। এরপর এক এক করে সামনে আসে আরও নানান অভিযোগ।

প্রশ্নপত্র ফাঁস থেকে গ্রেস মার্কস দেওয়ায় অনিয়ম, আর্থিক লেনদেন, চলতি বছরের NEET নিয়ে ভূরি ভূরি অভিযোগ ওঠে। সেই জল গড়ায় আদালত অবধি। এবার এই নিয়েই আদালতের তিরস্কারের মুখে পড়ল ন্যাশানাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ গিয়ে অনন্ত মহারাজের বাড়িতে মমতা! নিশীথ হারতেই পাল্টাচ্ছে সমীকরণ? তোলপাড় বাংলা!

মঙ্গলবার NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেস মার্কস দেওয়ার ক্ষেত্রে অনিয়মের যে অভিযোগ উঠেছে তা নিয়ে ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA) এবং কেন্দ্রকে নোটিশ দেয় শীর্ষ আদালত। সেই সঙ্গেই মামলার শুনানি চলাকালীন আদালত বলে, ‘যদি কারোর দ্বারা ০.০০১% গাফিলতিও হয়ে থাকে, তাহলে সঠিকভাবে তার মোকাবিলা করা উচিত। ভেবে দেখুন, কেউ যদি জালিয়াতি করে চিকিৎসক হন, তাহলে তিনি সমাজের জন্য অনেক বেশি বিপজ্জনক’।

এরপর NEET আয়োজন সংস্থা ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে তিরস্কার করে সুপ্রিম কোর্ট বলে, ‘আপনারা গোটা দেশে পরীক্ষা করাচ্ছেন। আপনাদের থেকে নিরপেক্ষ আচরণ কাম্য। কোনও ভুল যদি হয়ে থাকে তাহলে সেটা স্বীকার করুন। জানান, ভুল সংশোধন করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হতে চলেছে। এতে আপনাদের ওপর অল্প হলেও ভরসা বাড়বে’। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৮ জুলাই।

Supreme Court

উল্লেখ্য, গত সপ্তাহেই NTA-র তরফ থেকে আদালতে জানানো হয়েছে, মোট ১৫৬৩জন পরীক্ষার্থী গ্রেস মার্কস দেওয়া হয়েছে। ওই সকল পড়ুয়ার রেজাল্ট বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। আগামী ২৩ জুন ফের পরীক্ষা হবে। রেজাল্ট বেরোবে ৩০ জুন। কোনও শিক্ষার্থী যদি পরীক্ষায় না বসতে চান, তাহলে সেক্ষেত্রে গ্রেস মার্কস ছাড়া আগের নম্বরই প্রাপ্ত নম্বর হিসেবে গ্রাহ্য করা হবে বলে জানায় ন্যাশানাল টেস্টিং এজেন্সি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর