পাল্টে গেল গরমের ছুটির নিয়ম! বড় পরিবর্তন আনল সুপ্রিম কোর্ট! জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ গরমের ছুটির নিয়মে বদল! এবার বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের বিচারপতিদের লম্বা ছুটি পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই একটা প্রশ্ন ছিল। এবার এটি পরিবর্তন করে আংশিক করা হয়েছে। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানে এই বিষয়ে স্পষ্ট করে বলা আছে।

  • গরমের ছুটি নিয়ে কী সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

শীর্ষ আদালতের বিচারপতিদের দীর্ঘ ছুটি (Holiday) নিয়ে বহুদিন ধরেই নানান মহল থেকে প্রশ্ন উঠছিল। এবার সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার বাদে ছুটির সংখ্যা ৯৫ দিনের মধ্যে হতে হবে। এর বেশি হওয়া যাবে না।

এখানেই শেষ নয়! ২৫টি হাইকোর্টের রেজিস্ট্রার জেলারেল ও সমসংখ্যক হাইকোর্টের মহাসচিবের বিবেচনার জন্য বিচারকদের জন্য আলাদা ছুটির বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ পাঠানোর পর এদেশের সর্বোচ্চ আদালতের গ্রীষ্মকালীন ছুটিকে (Summer Vacation) এবার থেকে ‘আংশিক আদালতের কর্মদিবস’ হিসেবে ঘোষণার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর! মাধ্যমিক পড়ুয়াদের জন্য বড় খবর! নয়া বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

রিপোর্ট বলছে, আগামী বছর মে মাস থেকে এই ‘আংশিক আদালতের কর্মদিবস’ শুরু হবে। ২০২৫ সালের ২৬ মে থেকে শুরু হয়ে তা ১৪ জুলাই অবধি চলবে। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আংশিক আদালতের কর্মদিবস’ ও আদালত এবং এর অফিসের ছুটির সময় নির্ধারণ করবেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি। সরকারি গেজেটে এটি জানানো হবে। রবিবার বাদে এই ছুটি ৯৫ দিনের বেশি হবে না।

Supreme Court

একইসঙ্গে এবার ‘অবকাশকালীন বিচারক’ পদের নাম বদলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে খবর। এবার থেকে তাঁদের স্রেফ ‘বিচারক’ বলা হবে। গত ৫ নভেম্বর এই পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর