সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে চাকরি ফেরাতে হবে! সুপ্রিম কোর্টের নির্দেশে তোলপাড়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কলমের খোঁচায় চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই ইস্যুতে এখন উত্তাল রাজ্য-রাজনীতি। ‘ঐতিহাসিক’ রায় দিয়ে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, চাকরিহারাদের মধ্যে যারা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তারা নিজেদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী তিন মাসের মধ‍্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে।

সুপ্রিম কোর্টের বড় নির্দেশ- SSC Recruitment Scam

পুরনো কর্মক্ষেত্রে যোগ্য চাকরিহারাদের তিনমাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার নির্দেশের পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ ছিল এর জন্য প্রয়োজনে সুপারনিউমেমারি পোস্ট তৈরির করতে হবে। উল্লেখ্য, এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

রায়ে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, চাকরিহারাদের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকায় পড়েন না, আগে রাজ্য সরকারের অন্য দফতরে কাজ করতেন এমন প্রার্থীরা এখন নিজেদের আগের কর্মক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ভিত্তিতে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতরকে তাঁদের পদ ফিরিয়ে দিতে হবে বলে রায়ে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালত বলে দিয়েছে, যে পদে কাজ করতেন, তাজে সেই পদই ফেরাতে হবে। তাদের এই পুনরায় কাজে যোগ দেওয়া কোনওভাবেই ব্রেক অব সার্ভিস হিসেবে বিবেচনা করা হবে না। তবে যতদিন তারা ওই চাকরি করেননি, তার জন্য রাজ্য সরকারকে কোনো বেতন দিতে হবে না বলে জাজসবো হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ, ওই পদে প্রয়োজন হলে মধ্যবর্তী এই সময়ে নতুন যিনি নিয়োগ হয়েছেন, তার জন্য সুপারনিউমেরারি পোস্ট তৈরি করা হোক। অর্থাৎ যে চাকরিহারারা আগে অন্য কোনও সরকারি দফতরে চাকরি করতেন, আবেদন করলে তারা তিন মাসের মধ্যে নিজেদের পুরোনো চাকরিতে ফিরে যেতে পারবেন।

SSC Job Cancelled

আরও পড়ুন: পার্থ নয়, সেই ব্যক্তি এখনও মন্ত্রিসভায় নিজের পদে বহাল! নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন কুণাল

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “অন্য চাকরি থেকে কেউ এসে থাকলে, সেই তথ্য আমাদের কাছে আছি কি না, তা দেখতে হবে। যিনি চাকরিরত, তিনিই সেটা জানবেন।।তিনিই পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করবেন।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X