বাংলাহান্ট ডেস্কঃ ভোটমুখী রাজ্যে প্রায়ই চাকরিপ্রার্থীদের (Job Aspirants) বিক্ষোভ চোখে পড়ছে। তখনই বেশ কয়েকজন চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে করা মামলা এদিন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। রায় বহাল রাখল হাইকোর্টের (High Court) ডিভিশন বেঞ্চের। যার ফলে ভোটের মুখে বড় স্বস্তি রাজ্য সরকারের।
উল্লেখ্য, বেশ কিছু দিন আগেই রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর ১৫,২৮৪ টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। তারপরই একদল মামলাকারী হাইকোর্টে মামলা দায়ের করে। তাদের সেই মামলার প্রেক্ষিতেই শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ লাগায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পরপরই রাজ্য (State Govt) এই রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানেই জয় মেলে রাজ্যের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে জানানো হয়েছিল, শর্তসাপেক্ষে ১৫,২৮৪টি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যাবে।
কিন্তু এই রায়ের বিরুদ্ধে একদল চাকরিপ্রার্থী সুপ্রিমকোর্টে মামলা করে। কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট সেই মামলা খারিজ করে করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রেখে। যার ফলে ভোটের মুখেই স্বস্তি হাওয়া পায় রাজ্য সরকার।
কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের কপি এখনও হাতে না পাওয়া যায়নি। মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট। যা থেকে বলা যায় নিয়োগ প্রক্রিয়া চালানো নিয়ে আর কোনো বাধা থাকলো না।