‘২০০ জনের মৃত্যুর প্রমাণ কোথায়?’ নয়াদিল্লি পদপিষ্ট কাণ্ডে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ চলতি ফেব্রুয়ারি মাসে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে (New Delhi Railway Station) পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। গত ১৫ ফেব্রুয়ারি রাতে শিশু, মহিলা সহ মোট ১৮ জনের মৃত্যু হয়। এরপরেই এই নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা (PIL)। এবার তা নিয়েই সামনে আসছে বড় আপডেট।

‘২০০ জনের মৃত্যুর প্রমাণ কোথায়?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের (Supreme Court)

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটার পরেই প্রশ্নের মুখে এসে পড়ে ভারতীয় রেল। তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা। তবে শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চের তরফ থেকে প্রশ্ন করা হয়, ২০০ জন মারা গিয়েছে তার প্রমাণ কোথায়?

জানা যাচ্ছে, এদিন আবেদনকারী আনন্দ লিগ্যাল এইড ফোরাম ট্রাস্ট সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিযোগ করে, এই দুর্ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি হয়েছে সেটা লুকোচ্ছে রেল প্রশাসন। প্রত্যক্ষদর্শীদের কথায়, পদপিষ্ট হয়ে অন্তত ২০০ জন মারা গিয়েছেন। এরপরেই মামলাকারীর আইনজীবীর উদ্দেশে বিচারপতি গাভাই ও বিচারপতি মিশ্রর ডিভিশন বেঞ্চ জিজ্ঞেস করে, ২০০ জনের প্রাণহানি হয়েছে, এর প্রমাণ কোথায়?

আরও পড়ুনঃ ভূতুড়ে ভোটার নিয়ে তরজা তুঙ্গে! আধার-এপিক বায়োমেট্রিক লিঙ্কের দাবি শুভেন্দু অধিকারীর

আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়, নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট (Stampede) হওয়ার ঘটনার বেশ কয়েকটি ভিডিও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই রেলের তরফ থেকে দুর্ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের নোটিশ চেয়ে পাঠানো হয়েছে। এদিন শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, ওই সকল ব্যক্তিরা দিল্লি হাইকোর্টে যেতে পারেন।

Supreme Court

এছাড়া এদিন বেঞ্চের তরফ থেকে মামলাকারীর আইনজীবীকে জিজ্ঞেস করা হয়, আপনারা কী মনে করছেন, রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ বিষয়টিকে অবহেলা করছে? জবাবে আইনজীবী বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও ভিড় সামাল দেওয়ার জন্য যথাযথ নিয়ম বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টে এই আবেদন দাখিল করা হয়েছে।

এদিন নয়াদিল্লি পদপিষ্ট কাণ্ড নিয়ে শীর্ষ আদালতে (Supreme Court) সংক্ষিপ্ত সওয়াল জবাব হয়। এরপর এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি গাভাই ও বিচারপতি মিশ্রর ডিভিশন বেঞ্চের নির্দেশ, ‘যারা ক্ষতিগ্রস্ত তাঁদের আদালতে যেতে দিন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর