সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা শুভেন্দুর! বিরোধী দলনেতার আর্জি শুনলই না শীর্ষ আদালত

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগের শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল শুভেন্দুর মামলা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সংরক্ষণ তালিকার প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু এদিন বিরোধী দলনেতার আর্জিই শুনল না শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে মামলা করে বুধবার তার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার আর্জি শুনে আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ৪৪ নম্বর আইটেম হিসেবে এই মামলা শোনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু এদিন মধ্যহ্নভোজের জন্য যখন আদালত বিরোতিতে যাচ্ছে তখন প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ’৪৪ নম্বর আইটেমে যে মামলা ছিল তা খারিজ করে দেওয়া হল।’ অর্থাৎ বিরতির পরে আবার আদালত বসলেও বিরোধী দলনেতার ওই মামলা আর শোনা হবে না বলেই জানানো হয়।

suvendu 5

প্রসঙ্গত, শুভেন্দুর করা মামলার শুনানি কলকাতা হাইকোর্টেও বারবার পিছিয়ে যাচ্ছিল। পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্ট আস্থা রেখেছিল রাজ্য নির্বাচন কমিশনের উপরই। তারপর দেখা যায় আদালত রাজ্য নির্বাচন কমিশনের উপরই আস্থা রেখেয়েছিল। সেই রায় বিরোধী দলনেতার পছন্দ না হওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে এদিন সুপ্রিম কোর্ট না শুনেই শুভেন্দুর মামলা খারিজ করে দিল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর