বাংলা হান্ট ডেস্কঃ আজ সুপ্রিম কোর্টের দিকে নজর রয়েছে বাংলার। আরজি কর কাণ্ডের ঠিক একমাসের মাথায় সর্বোচ্চ আদালতে (Supreme Court) শুনানি। মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। সেই রিপোর্ট দেখছেন বিচারপতিরা। সেই সঙ্গেই বেশ কিছু প্রশ্নও করছেন তাঁরা।
সুপ্রিম কোর্টে (Supreme Court) কী চলছে?
গত বৃহস্পতিবার শীর্ষ আদালতে আরজি কর মামলার (RG Kar Case) শুনানি হওয়ার কথা ছিল। এরপর তা পিছিয়ে সোমবার হয়। সুপ্রিম শুনানির আগে রাজ্যের নানান প্রান্তে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, কিছু কিছু জায়গায় আবার ভোর দখলও করা হয়। বেলা গড়াতেই সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। এদিন আদালতে মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে রাজ্য।
- কী কী জানতে চাইল শীর্ষ আদালত?
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে রিপোর্ট জমা করা হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতিবাদের কারণে এখনও অবধি ২৩ জন প্রাণ হারিয়েছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন বলেন, রাজ্যের রিপোর্ট ফাইল করা হয়নি, সেই কারণে আমরা কপি পাইনি।
আরও পড়ুনঃ নির্যাতিতার ফোন থেকে ডিলিট ডেটা? কী এমন ছিল? CBI তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য
এদিকে আজ সিবিআইয়ের (CBI) তদন্ত রিপোর্ট দেখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের (তৎকালীন অধ্যক্ষ) বাড়ির দূরত্ব কতটা? জবাবে তদন্তকারী সংস্থা জানায়, ১৫-২০ মিনিট। একইসঙ্গে নির্যাতিতার মৃত্যুর সময়, মৃত্যুর ঘটনা কখনও নথিবদ্ধ হয়েছিল সেসবও জানতে চায় আদালত।
এদিন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, দুপুর ১:৪৭ মিনিটে প্রয়াত চিকিৎসকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। দুপুর ২:৫৫ মিনিট নাগাদ জেনারেল ডায়েরি ইস্যু করা হয়। আরজি কর কাণ্ডের দিনের সিসিটিভি ফুটেজ নিয়েও এদিনের শুনানিতে প্রশ্ন করে আদালত। ওই দিনের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে কিনা জানতে চায় সুপ্রিম কোর্ট। জবাবে সলিসিটর জেনারেল জানান, তাঁরা সেটা পেয়েছেন। তবে রিকন্সট্রাক্ট করতে হবে।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) জানতে চান, গোটা দিনের ফুটেজে কী আছে? একইসঙ্গে প্রশ্ন করা হয়, রাত ৮:৩০ থেকে ১০:৪৫ অবধি তথ্যপ্রমাণ সংগ্রহের ফুটেজ কি তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে? এসজি জানায়, তথ্যপ্রমাণ সংগ্রহের ২৭ মিনিটের ফুটেজ প্রদান করা হয়েছে।
আগামী সোমবার ফের সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি বলেন, ‘ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চাই না যাতে তদন্ত প্রভাবিত হয়। আগামী সোমবার ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দিন’। ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।