ঘুরে গেল মোড়! সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি নিয়ে বিরাট আপডেট, তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ অসুস্থ প্রধান বিচারপতি। সেই কারণে আর জি কর (RG Kar) মামলার বহু প্রতিক্ষিত শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিন তা বাতিল হয়ে যাওয়ায় হতাশ হতে হয় রাজ্যবাসীকে। সেই সময় পরবর্তী শুনানির দিন জানানো হয়নি। পরে বৃহস্পতিবার রাতে জানা যায় যে আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে চলেছে। এখন সকলের নজর সেই দিকে।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট (RG Kar Doctor Death Case)। এর আগের শুনানি চলাকালীন চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ।

মূলত প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। রাজ্যের দিকেও আঙুল তোলে সুপ্রিম কোর্ট। চিকিৎসক ধর্ষণ-হত্যা কাণ্ডে গত শুনানিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) স্টেটাস রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সলিসিটার জেনারেল সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট জমা করেন প্রধান বিচারপতি বেঞ্চে। তারপরই একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি।

কিভাবে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়েরের আগেই ময়নাতদন্ত! প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। মৃত্যুর দিন টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন নির্যাতিতা। কীভাবে টানা ৩৬ ঘণ্টার ডিউটি? ’সকাল ১০টা ১০ মিনিট নাগাদ টালা থানা অভিযোগ দায়ের করল। আর রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল সিল করল পুলিশ? মাঝের এতটা সময় সেখানে কী হয়েছিল?” এই প্রশ্নও তোলে সুপ্রিম কোর্ট। ময়নাতদন্তের পর কীভাবে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হল? যদি এটি অস্বাভাবিক মৃত্যু মামলা না-ই হয়ে থাকে, তাহলে ময়নাতদন্তের প্রয়োজন ছিল কী?” আদালতের প্রশ্নবাণে বিদ্ধ হতে হয় রাজ্যকে।

RG Kar Hospital

আরও পড়ুন: পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের অর্থ দফতর

ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে বলে আদালতে দাবি সলিসিটার জেনারেলের। সিবিআই স্টেটাস রিপোর্টেও একই বিষয় তুলে ধরা হয়। এই মামলায় এএসপির ভূমিকা সন্দেহজনক বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি শুনানি চলাকালীন বিচারপতি পারদিওয়ালার মন্তব্য, ‘এই মামলায় রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি।’ আগামী ৯ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিট নাগাদ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। যেই শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা শেষের মানুষ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর