বাংলাহান্ট ডেস্ক : আতঙ্কের নাম ‘পেগাসাস’। বছর কয়েক আগে দেশের রাজনীতিতে শোরগোল ফেলেছিল এই নাম। বিরোধীরা সরাসরি অভিযোগ তুলেছিল কেন্দ্রের বিরুদ্ধে। পেগাসাস ব্যবহার করেই নাকি আড়ি পাতা চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর মতো বিরোধী নেতাদের মোবাইল ফোনে। এ নিয়ে জনস্বাস্থ্য মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) মন্তব্যে বড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালত স্পষ্টই জানিয়ে দিল, নাগরিক সমাজকে নিশানা না করে দেশের স্বার্থে যদি স্পাইওয়্যার ব্যবহার করা হয় তবে তা অন্যায় নয়।
পেগাসাস কাণ্ডে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court)
বছর কয়েক আগে পেগাসাস কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল দেশ। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও এ নিয়ে লেখালেখি হয়েছিল। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গড়ে খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার মঙ্গলবারে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে হয় শুনানি। আদালতের তরফে স্পষ্ট বলা হয়, স্পাইওয়্যার ব্যবহার করা অন্যায় নয়। কারোর কারোর বিরুদ্ধে ব্যবহার করা যেতেই পারে।
বড় স্বস্তি কেন্দ্রের: শর্ত উল্লেখ করে আরও বলা হয়, দেশের নিরাপত্তার সঙ্গে আপোস করা উচিত নয়। তবে নাগরিক সমাজে্য বিরুদ্ধে করলে হবে অন্যায়। বিচারপতি (Supreme Court) সূর্যকান্ত আরো বলেন, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে দেশ তাতে আরো সাবধানী হওয়া প্রয়োজন। উল্লেখ্য, আদালতের তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবি জানান আবেদনকারীর আইনজীবী।
আরো পড়ুন : ভরা মঞ্চে পুলিশ আধিকারিককে চড় মারতে গেলেন মুখ্যমন্ত্রী! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
কী বলল আদালত: পালটা এদিন আদালতের (Supreme Court) তরফে বলা হয়, দেশের নিরাপত্তা এবং সার্বভৌমিকতার প্রশ্ন জড়িয়ে ওই রিপোর্টের সঙ্গে। তা ছোঁয়া যাবে না। তবে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করেন যে তাঁর নাম আছে কিনা, তাহলে তা আলাদা ভাবে তাঁকে জানানো মেতে পারে।
আরো পড়ুন : আরও ভয়ানক কিছু ঘটানোর ছক ছিল, বাতিল হয় প্ল্যান, কাশ্মীর হামলায় ঘুম ওড়ানোর মতো তথ্য ফাঁস!
প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যার তৈরি করে ইজরায়েলের সাইবার প্রযুক্তি সংস্থা। এই স্পাইওয়্যার ব্যবহার করে রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি কেন্দ্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধেও ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল।