বিনীতের মামলায় বড় সিদ্ধান্ত! সুপ্রিম কোর্ট এবার যা বলল…তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি হয়েছে। প্রধান বিচারপতি হওয়ার পর এই প্রথমবার এই মামলা শুনলেন বিচারপতি সঞ্জীব খান্না। সেদিনই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা নিয়ে বড় মন্তব্য করেন তিনি।

  • বিনীতের (Vineet Goyal) মামলা নিয়ে কী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের?

গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন এক মহিলা চিকিৎসক। পরবর্তীতে তাঁর নাম-পরিচয় প্রকাশ করে ফেলেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যা কিনা আইনত অপরাধ। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন মামলাকারী।

এই বিষয়ে কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এরপর শীর্ষ আদালতে আরজি কর মামলা চলাকালীন সেখানেও মামলা দায়ের করা হয়। গতকাল সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হল।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাই খুন! ৩ BJP কর্মী গ্রেফতার হতেই ফুঁসে উঠলেন শুভেন্দু! বললেন…

রিপোর্ট বলছে, গতকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন এই বিষয়টি উত্থাপন করেন আইনজীবী ফিরোজ এডুলজির জুনিয়র। তিনিই এই বিষয়টি সিজেআই সঞ্জীব খান্নার (CJI Sanjiv Khanna) নজরে নিয়ে আসেন। এরপরেই প্রধান বিচারপতি বলেন, বিনীত সংক্রান্ত এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সেই কারণে সর্বোচ্চ আদালতে ওই আবেদনের শুনানি হবে না।

Supreme Court Vineet Goyal

এদিকে সুপ্রিম কোর্টে বিনীতের (Vineet Goyal) বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কারণে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় আদালত হস্তক্ষেপ করতে চাইছিল না। উচ্চ আদালতের বিচারপতি এই বিষয়ে সর্বোচ্চ আদালত থেকে লিখিত অনুমতি নিয়ে আসার কথা বলেছিলেন। তবে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, বিনীত সংক্রান্ত এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন থাকার কারণে শীর্ষ আদালতে এই আবেদনের শুনানি হবে না। ফলে এবার উচ্চ আদালতে বিনীতের বিরুদ্ধে মামলার শুনানিতে আর কোনও সমস্যা রইল না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর