বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি নিজের যৌনগন্ধী মন্তব্যের কারণে প্রবল বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia) ওরফে বিয়ারবাইসেপস। দেশজুড়ে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। এবার এই আবহেই কেন্দ্রের (Central Government) কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। ইউটিউব সহ অন্যান্য নানান সোশ্যাল মিডিয়ায় কত পর্নোগ্রাফি আছে, সেই বিষয়ে বিশদ তথ্য চাওয়া হয়েছে।
আরও একটি প্রশ্ন রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)!
কয়েকদিন আগে ইউটিউবের জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’এ হাজির হয়েছিলেন রণবীর। সেখানে একজনকে তিনি প্রশ্ন করেন, ‘তুমি কি বাবা-মায়ের যৌনতা দেখবে নাকি একবার তাঁদের সঙ্গে যোগ দিয়ে সঙ্গম সম্পূর্ণ বন্ধ করবেন? তাঁর এই মন্তব্যের জেরে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। বাধ্য হয়ে ক্ষমা চান রণবীর। কিন্তু তাতেও বিতর্ক থামেনি।
অসম, মুম্বই পুলিশ এই জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেগুলি খারিজ করতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে এই মামলা শুনানি ছিল। শুরুতেই তীব্র ভর্ৎসনার মুখে পড়েন রণবীর।
আরও পড়ুনঃ ‘আপনাকে এই পাপ সহ্য করতে হবে’! শুভেন্দুর মন্তব্যে ‘ক্ষুব্ধ’! কড়া বার্তা ফিরহাদ হাকিমের
বিচারপতি কান্ত ও বিচারপতি সিং প্রশ্ন করেন, কুরুচিকর ভাষা প্রয়োগকারী ব্যক্তির বক্তব্য কেন শুনবে আদালত? তবে ভর্ৎসনা করলেও গ্রেফতারির হাত থেকে রণবীরকে রেহাই দিয়েছে আদালত। একইসঙ্গে অনুমতি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি থেকে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন তিনি।
এদিকে রণবীরের মামলার শুনানির পরেই কেন্দ্রের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইউটিউব সহ অন্যান্য নানান সোশ্যাল মিডিয়ায় কত পর্নোগ্রাফি আছে, এই বিষয়ে কেন্দ্রের কাছে বিশদ তথ্য চেয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গেই এই কনটেন্ট নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হচ্ছে কিনা সেই প্রশ্নও করেছেন বিচারপতি কান্ত ও বিচারপতি সিং।