বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা ইস্যুতে সরগরম হয়ে উঠেছিল বাংলা। এই নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। জল গড়ায় সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এই মামলার তদন্ত করছে। এবার এই ইস্যুতেই তদন্তকারী সংস্থাকে বিরাট নির্দেশ দিল শীর্ষ আদালত।
সিবিআইকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
বাংলায় ভোট পরবর্তী হিংসা ইস্যুতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। দাবি করা হয়েছিল, রাজ্যে এই মামলা চালানোর মতো পরিস্থিতি নেই। সেই কারণে নির্বাচন পরবর্তী হিংসার ৪০টি মামলা রাজ্যের বাইরে সরানোর আবেদন জানায় কেন্দ্রীয় এজেন্সি। এবার এই বিষয়ে তদন্তকারী সংস্থার জবাব তলব করল সুপ্রিম কোর্ট।
সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছিল, এই সকল মামলার সাক্ষী, আইনজীবীদের ক্রমাগত ভয় দেখানো হচ্ছে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে মামলা চালানোর মতো উপযুক্ত পরিস্থিতি নেই। কেন্দ্রীয় এজেন্সির এই দাবির প্রেক্ষিতেই এবার তাদের জবাব তলব করল শীর্ষ আদালত। বাংলায় বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা ইস্যুতে আগামী ৩ সপ্তাহের মধ্যে CBI-কে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ সন্দেশখালি কাণ্ডে অ্যাকশনে ED! এই ৩ জনকে তলব কেন্দ্রীয় এজেন্সির, পরিচয় ফাঁস হতেই শোরগোল!
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের পর বাংলার একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল। রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয়, সেই সময়ও নির্বাচন কমিশনের অধীনে রাজ্যের আইনশৃঙ্খলার ব্যাপারটা ছিল। পরে রাজ্য পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে।
বিরোধীদের তরফে CBI তদন্তের দাবি জানানো হয়। এরপর সেই দাবি মেনে কলকাতা হাইকোর্টের তরফ থেকে CBI-র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় রাজ্য। যদিও তাতে কোনও সুরাহা হয়নি। শীর্ষ আদালতের তরফ থেকেও হাইকোর্টের রায় বহাল রাখা হয়।
অন্যদিকে ২০২১ সালে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টেও নির্বাচন পরবর্তী সকল মামলা অন্য রাজ্যে সরানোর কথা বলা হয়েছিল। এবার বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলায় শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে রাজ্যের হলফনামার জবাব দেওয়ার জন্য CBI-কে ৩ সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত।