‘মাতব্বরি’, ‘অমানবিক আচরণ…’! সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ED! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডির (ED) তদন্তের ধরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ। জানা যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির ‘মাতব্বরি’ ও ‘অমানবিক আচরণ’এ কার্যত ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত।

কোন মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়ল ইডি?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আদালত সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, অবৈধ খনি সম্বন্ধিত একটি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুরিন্দর পনওয়ার। পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের তরফ থেকে সেই গ্রেফতারি খারিজের নির্দেশ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে শীর্ষ আদালত হাইকোর্টের রায়ই বহাল রেখেছে।

জানা যাচ্ছে, এই মামলাতেই ইডির আচরণে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। বৃহস্পতিবার তাতেই কেন্দ্রীয় এজেন্সিকে কার্যত সতর্ক করে দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের তদন্তের ধরণ নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে সাজা ঘোষণার পালা! সঞ্জয়ের জন্য কী শাস্তি চাইল CBI? তুমুল শোরগোল

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, একজন ব্যক্তিকে দিয়ে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা রীতিমতো জোর করে একটি নির্দিষ্ট মন্তব্য করিয়ে নেওয়ার প্রচেষ্টা করেছিল। যা ভীষণ ‘শকিং’। জানা যাচ্ছে, গত জুলাই মাসে একদিন ভোর রাত ১:৪০ নাগাদ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন (এএম) সুরিন্দর। এরপর তাঁকে একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের তরফ থেকে ইডির এই গ্রেফতারি খারিজ করে দেওয়া হয়েছিল। এবার এই মামলাতেই সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি।

Supreme Court

এই মামলার শুনানির ইডির আইনজীবীর বক্তব্য, হাইকোর্টের (Punjab and Haryana High Court) পর্যবেক্ষণে বলা হয়েছিল, কংগ্রেস নেতাকে একটানা ১৪ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যা ঠিক নয়। কারণ মাঝখানে তাঁকে নৈশভোজের বিরতি দেওয়া হয়েছিল। একইসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে কোনও ব্যক্তিকে যাতে ভোররাতের মতো সময়ে জিজ্ঞাসাবাদ না করা হয়, সেটা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি এই বিষয়ে পদক্ষেপ করছে।

যদিও ইডির এই দাবি সুপ্রিম কোর্টে (Supreme Court) টেকেনি। উল্টে শীর্ষ আদালতের তরফ থেকে জিজ্ঞেস করা হয়, ইডি কীভাবে একজন ব্যক্তিকে একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করতে পারে? আগেই হাইকোর্টের তরফ থেকে ইডির এই আচরণকে ‘অমানবিক’ বলা হয়েছিল। এবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর