বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়ে সম্বন্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় স্বস্তিতে রাজ্য। এই মামলায় ধৃত দুই মহিলার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
অভিষেক-কন্যা মামলায় কী নির্দেশ দিল শীর্ষ আদালত?
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। নতুন স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তথা সিট-এর জন্য রাজ্যকে আইপিএস অফিসারদের নামের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেখানে মহিলা অফিসারদেরও নাম থাকবে। সিবিআইয়ের পরিবর্তে এই সিট-এর হাতে তদন্তভার দেওয়া যেতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল থেকে অভিষেক-কন্যার (Abhishek Banerjee) বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর পুলিশি হেফাজতে তাঁদের মারধর করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ টানা ছুটি অতীত! এবার কোপ ফেলতে উদ্যোগী হাইকোর্টের বিচারপতিরা? জোর শোরগোল
হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। তবে সেখানে কোনও সুরাহা হয়নি। সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, মেডিক্যাল রিপোর্টে মামলাকারীর ওপর শারীরিক নির্যাতনের ইঙ্গিত স্পষ্ট। সেই কারণে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতেই থাকবে। এবার সেই রায়েই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই রায় দিয়েছে।
এই মামলায় সর্বোচ্চ আদালতে (Supreme Court) রাজ্যের হয়ে সওয়াল করছিলেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল। সব পক্ষের মতামত শোনার পর সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।