বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরের ২৭ জানুয়ারি নির্দেশিকা জারি করেছিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) অবসরপ্রাপ্ত বিচারপতি তথা ভারতের লোকপাল এ এম খানউইলকর। এবার সেই নির্দেশিকার ওপরেই স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত।
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)!
জানা যাচ্ছে, দু’টি আলাদা অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি নির্দেশিকা জারি করেছিলেন এদেশের লোকপাল এ এম খানউইলকর। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল, উচ্চ আদালতের (High Court) বিচারপতিদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আসে তাহলে ২০১৩ সালের লোকপাল এবং লোকায়ুক্ত আইনের ১৪ (১) ধারা অনুসারে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
এবার এই নির্দেশিকার ওপর স্থগিতাদেশ দিল এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বিচারপতি ও এস ওকা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি আর এস গবইয়ের বেঞ্চের তরফ থেকে এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একটি স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ হেরে ভূত জলসা! ফুলকি নাকি পরিণীতা, নতুন বেঙ্গল টপার কে? রইল মাথাঘোরানো TRP তালিকা
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না লোকপাল (Lokpal)। এক্ষেত্রে বিচারবিভাগের অনুমতি প্রয়োজন রয়েছে বলে মনে করেছে বিচারপতি ও এস ওকা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি আর এস গবইয়ের বেঞ্চ।
এখানেই শেষ নয়! অভিযোগকারী যাতে অভিযুক্ত বিচারপতির নাম গোপন রাখেন, সেই মর্মেও নির্দেশ দিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। কর্মরত বিচারপতির বিরুদ্ধে লোকপালের তদন্তের বিষয়টিকে ‘বিরক্তিকর’ তকমা দিয়েছে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ। গত জানুয়ারি মাসে জারি করা নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করে একথা স্পষ্ট জানিয়েছে আদালত। ইতিমধ্যেই এই নির্দেশ নিয়ে শুরু হয়েছে চর্চা।