রইল না নিষেধাজ্ঞা! এবার বাংলাতেও চলবে ‘দ্য কেরালা স্টোরি’, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ গত কিছুদিন থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)! গোটা দেশে এই সিনেমার কাহিনী নিয়ে শোরগোল। গত সপ্তাহেই বাংলায় এই ছবি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। আর সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার জোর ধাক্কা রাজ্য সরকারের।

দ্য কেরালা স্টোরিতে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। ছবি প্রদর্শনে রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, এ কথা বলে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করেছিল মমতা সরকার। ৮ মে দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার । তবে রাজ্যের সেই যুক্তি একেবারেই খারিজ করে দিল শীর্ষ আদালত। এই ছবিতে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

mamata supreme court kerala story

‘দ্য কেরালা স্টোরি’ ব্যান নিয়ে এদিন সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে সমালোচিত হয় রাজ্য সরকার। বিচারপতির কড়া পর্যবেক্ষণ, ” কোনো জায়গায় অশান্তি হলে সেখানে ছবি প্রদর্শন বন্ধ রাখা যায় তবে গোটা রাজ্যে ব্যান কেন?” আদালতের নির্দেশ মতো বাংলায় এবার দ্য কেরালা স্টোরি প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা।

এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন,” আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারেরই। পশ্চিমবঙ্গ সরকারের ব্যানের নির্দেশের কোনও যৌক্তিকতা নেই। ভাবনার ভিত্তিতে মৌলিক অধিকার খারিজ করা যায় না।”

অন্যদিকে, আদালতে রাজ্য সরকারের দেওয়া হলফনামায় মহারাষ্ট্রে অশান্তির উল্লেখ করা হয়। তবে সেই যুক্তিও টেকেনি সুপ্রিম কোর্টে। মহারাষ্ট্রে অশান্তি হলেও সিনেমা এখনও নিষিদ্ধ হয়নি বলে কোর্টে সওয়াল করেন প্রযোজকের আইনজীবী। সওয়াল-জবাব শেষে আগামী ১৮ জুলাই সুপ্রিম কোর্টে ফের এই মামলায় শুনানির দিন ধার্য হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর