CBI-র আর্জিতে সায়! বাংলায় ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার সমস্ত মামলার ট্রায়ালের ওপর সুপ্রিম স্থগিতাদেশ

বাংলা হান্ট ডেস্কঃ সিবিআই (CBI) এর আবেদনে সায়। বাংলায় গত বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলি (Trials of all 2021 post-poll violence cases) অন্য রাজ্যে স্থানান্তর করা হোক, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই আবেদনের ভিত্তিতেই রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ‘ভোট পরবর্তী হিংসার কারণে’ খুন, ধর্ষণ এবং ধর্ষণের অভিযোগে কলকাতা হাই কোর্টে একগুচ্ছ মামলা দায়ের হয়। ওই মামলাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। পরে উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে তাতেও লাভ হয়নি। সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত।

আদালতের নির্দেশের পর কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলার বিশেষ সিবিআই আদালতে এই মামলাগুলির ট্রায়াল চলছে। ওদিকে সিবিআই সুপ্রিম কোর্টে জানায়, বাংলায় এই মামলায় যুক্ত অফিসার, সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। যার ফলে তদন্ত ব্যাহত হচ্ছে। তাই বাংলা ছাড়িয়ে ভিন্‌রাজ্যে মামলার ট্রায়াল স্থানান্তর করা দরকার। এরপরই মামলাগুলির ভিন্‌রাজ্যে ট্রায়াল চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই।

supreme court

আরও পড়ুন: ফের ৫% DA বাড়ছে সরকারি কর্মীদের! পকেটে কত আসবে? দেখে নিন হিসেব

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সিবিআই জানায় এর আগে মানবাধিকার কমিশনও অন্য রাজ্যে মামলার শুনানির জন্য সুপারিশ করেছিল। এদিন বিচারপতি সঞ্জয় কারোল এই মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজিকে এ বিষয়ে ব্যক্তিগত ভাবে আদালতে হলফনামা দাখিল করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালতে। আগামী ১১ মার্চ মামলার পরবর্তী শুনানি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর