বাংলা হান্ট ডেস্কঃ সিঙ্গেল বেঞ্চে আর নয়, এবার থেকে ২০১৬ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Recruitment Case) মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court Division Bench)। বৃহস্পতিবার অন্তবর্তী নির্দেশ দিল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার পরবর্তী শুনানি আগামী মার্চ মাসে।
এই বিষয়ে মামলাকারী মৌটুসি রায় জানিয়েছেন, প্রাথমিক নিয়োগ মামলায় বিভিন্ন রকম রায় দিচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ও বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তাই সিঙ্গেল বেঞ্চ থেকে তিনি মামলা সরনোর জন্য আবেদন করেন। সেই আবেদনেই সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার থেকে ডিভিশন বেঞ্চে হবে প্রাথমিকের মামলার শুনানি।
২০১৪ সালের টেটের ভিত্তিতে দু’টি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। একটি ২০১৬ সালে এবং অন্যটি ২০২০ তে। প্রাথমিক শিক্ষকের চাকরি পান ৪২ হাজার ৯৪৯ জন। কিন্তু এই নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের চাকরীপ্রার্থীদের নাম রোল নম্বর-সহ প্যানেল প্রকাশের নির্দেশ দেন। তবে প্রথম দিকে প্যানেল প্রকাশকরতের রাজি হয়নি পর্ষদ।
এই দুই সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করার জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহাও। এরই মধ্যে ইডি-র তদন্তকারী অফিসারকে সরিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তার মন্তব্য ছিল,’তদন্তের অগ্রগতি নিয়ে আমরা সন্দেহ হচ্ছে। যারা আদালতে ঘরে এবং বাইরে আছেন বা অনলাইন আছেন। তারা বুঝতে পারছেন সবটা ঠিক নয়’। পাশাপাশি ইডি-কে প্রশ্ন করে বিচারপতি বলেছিলেন, ‘চাপে পড়ে গিয়েছেন? অনেক কাজের চাপ? এর থেকে মুক্তি চাইছেন’?
এবার সেই দুই বিচারপতির একক বেঞ্চ থেকেই মামলা সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, বিচারপতি অমৃতা সিনহা বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর ২০১৬ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি হবে না। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি।
আরও পড়ুন: পদ্মভূষণ পেলেন বাংলার মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ! পদ্মশ্রী পেলেন এই ৮ বাঙালি, দেখুন সম্পূর্ণ তালিকা
প্রসঙ্গত, পূর্বে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে নির্দেশে এখন সেই মামলাগুলির শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে।