অগ্নিপথ মামলায় রায় দান করবে সুপ্রিম কোর্ট, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করার দাবি বিরোধীদের

বাংলাহান্ট ডেস্ক : সেনা নিয়োগে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে কিছুদিন আগে পর্যন্ত আগুন জ্বলছিল গোটা দেশ জুড়েই। একাধিক জায়গায় হয়েছে হিংসাত্মক প্রতিবাদও। প্রকল্প প্রত্যাহারের দাবিতে বহু জায়গায় সহিংস বিক্ষোভের ছবিও দেখা যায়। আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি সম্পত্তিতে। ইতিমধ্যেই অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়। এই পিটিশনের উপরই সর্বোচ্চ আদালত রায় দেবে বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্ট এই ভিত্তিতে আগামী সপ্তাহে রায়দান করবে বলেই খবর।

সেনার পক্ষ থেকে কী বলা হয়েছে ? – কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনী এই প্রকল্পের বিষয়ে নিজের অবস্থান অনেক আগেই জানিয়েছে। তারা এই নিয়োগ প্রকল্পটি প্রত্যাহার করবে না। অগ্নিপথ প্রকল্পে নিয়োগের আবেদন পত্র জমা নেওয়া শুরুও হয়ে গিয়েছে। বিমান বাহিনীতে নিয়োগের জন্য ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার আবেদন গৃহীত হয়েছে।

অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে বলা হয়েছে যে এই প্রকল্পটি বেআইনি এবং সংবিধান বিরোধী। জানা যাচ্ছে, প্রকল্প সংক্রান্ত মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট মনোহর লাল শর্মা। এই প্রকল্প নিয়ে এমএল শর্মা বলেন, সরকার যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। সরকার যে কোনও প্রকল্পই আনতে পারে। কিন্তু এখানে বিষয়টি ঠিক এবং ভুলের। এখনও ৭০ হাজাট লোন এমন আছেন যাঁরা নিয়োগপত্রের জন্য অপেক্ষা করে বসে আছেন।

দায়ের হওয়া পিআইএলে (PIL) বলা হয়েছে, ১৪ জুন, ২০২২-এ প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা অগ্নিপথ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল করা উচিত কারণ এটি অবৈধ এবং অসাংবিধানিক। আবেদনে আরও বলা হয়েছে অগ্নিপথ প্রকল্পটি পরীক্ষা করে দেশের নিরাপত্তা এবং দেশের সেনাবাহিনীর উপর কী প্রভাব পরতে পারে তা তদন্ত করে দেখার জন্য সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক।

এখন এই পিটিশনের শুনানির সময় সুপ্রিম কোর্ট অগ্নিপথ নিয়োগ প্রকল্পে অবিলম্বে স্থগিতাদেশ দেয় কিনা তাই মূল আলোচনার বিষয়। যদি কোনও ভাবে এই নিয়োগ প্রকল্প নিষিদ্ধ করা হয়, তাহলে কেন্দ্র সরকারের জন্য এটা মারাত্মক ধাক্কা হিসাবেই বিবেচিত হবে। সম্প্রতি কৃষকদের প্রবল বিরোধিতায় কেন্দ্রীয় সরকার বাধ্য হয় কৃষি আইন প্রত্যাহার করে নিতে। সেই ক্ষতে প্রলেপ পরতে না পরতেই অগ্নিপথ সমস্যা নিয়ে যথেষ্ট চিন্তিত ভারত সরকার।


Sudipto

সম্পর্কিত খবর