রাত পেরোলেই সুপ্রিম কোর্টে RG Kar মামলার শুনানি! হাজির থাকবেন নির্যাতিতার পরিবার

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্টে (Supreme Court) আবার উঠছে আরজি কর মামলা। রাত পোহালেই আগামীকাল অর্থাৎ সোমবার আবার শুনানি শুরু হবে কলকাতার তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার। এদিন দেশের সর্বোচ্চ আদালতে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের শুনানি হবে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন তাঁরা। সোমবার আদালতে শুনানির সময় উপস্থিত থাকবেন তিলোত্তমার বাবা-মা।

সুপ্রিম কোর্টে (Supreme Court) RG Kar মামলার শুনানি

জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রধান বিচারপতির এজলাসে আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামীকাল দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বাগচী। তারপরেই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনি প্রথম শুনবেন আরজি কর মামলা।

সব ঠিক থাকলে,আগামীকাল সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে, বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গেই তৃতীয় বিচারপতি হিসাবে বসতে পারেন জাস্টিস  বাগচী। প্রসঙ্গত গত বছর ৯ আগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। তারপরেই প্রকাশ্যে আসে হাড় হিম করা ওই ধর্ষণ-খুনের অভিযোগ।

আরজি করের এই ধর্ষণ-খুন মামলায় ইতিমধ্যেই দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতার শিয়ালদহ আদালত। যদিও নির্যাতিতার বাবা-মা শুরু থেকেই  দাবি করেছেন, এই নৃশংস ঘটনার পিছনে থাকা আসল দোষীকে আড়াল করা হচ্ছে। একইসাথে  সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। প্রশ্ন তুলেছিলেন সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়েও।

আরও পড়ুন: একুশের নির্বাচনে ভোট কিনেছিল I-PAC! যা বললেন সুকান্ত মজুমদার

মেয়ের বিচার চেয়ে এবং আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই দিল্লিতে সিবিআই প্রধানের দ্বারস্থও হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। প্রসঙ্গত তাঁরা দিল্লি গিয়ে অভিযোগ জানানোর পরই সিবিআই তদন্তের মোড় ঘুরেছে বলে মনে করছিলেন নির্যাতিতার পরিবার।

RG Kar

উল্লেখ্য আদালতের উপর তাঁদের ভরসার কথা আগেই জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তবে যেভাবে সিবিআই চুপচাপ বসেছিল, তার জন্য ক্ষোভ জমেছিল তাঁদের মনে। তবে সম্প্রতি CBI আবার ১২ জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকায় সামান্য হলেও আশার আলো দেখেছিলেন নির্যাতিতার বাবা-মা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর