বাংলা হান্ভিট ডেস্ক: ইভিএম থেকে ব্যালট পেপারে ভোট ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি উড়িয়ে দিলেন মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা। শুক্রবার কলকাতায় তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বারবার ব্যালট পেপার ফিরিয়ে না আনার পক্ষেই রায় দিয়েছে। ব্যালট পেপার এর সময় আর ফিরে যেতে চাই না আমরা।’
প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতারা দাবি জানায়, ইভিএম তুলে দিয়ে ফের ব্যালট বক্সেই ভোট ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত। সকলেই দাবি জানায় ইভিএমে জালিয়াতি করা সম্ভব। তাই ফের ব্যালটবক্সেই ভোট নেওয়া হোক। মমতা বলেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো দেশ ব্যালট বক্সে নিজেদের ভোট ব্যবস্থা বহাল রেখেছে, তাই আমাদেরও তাই করা উচিত।
ব্যালটবক্স না ফেরানোর এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন বিরোধীরা, তাদের বিশ্বাস ব্যালটবক্সেই রয়েছে দেশের ভবিষ্যৎ।