বড় জয়! মেটাতে হবে সমস্ত বকেয়া, রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে (Supreme Court) জোর ধাক্কা খেল সরকার (State Government)। বকেয়া নিয়ে এল বিরাট নির্দেশ। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য বড় খবর বলে মনে করা হচ্ছে। বেতন এবং পেনশন সরকারী কর্মচারীদের ‘ন্যায্য অধিকার’। তাই এক্ষেত্রে তা প্রদান করতে দেরী হলে সরকারের উচিৎ সুদ সহ তা সরকারি কর্মীদের প্রদান করা। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট।

গত বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, সরকার বেতন ও পেনশন দিতে বিলম্ব করলে তা সুদ সহ মেটানো উচিৎ। পরিষেবার বিনিময়ে সরকারি কর্মচারীরা বেতন পেয়ে থাকেন।বেতন কর্মচারীদের ন্যায্য অধিকার। তাই আইন অনুযায়ী বেতন প্রদানযোগ্য। পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও ন্যায়সঙ্গত অধিকার। তাই তা দিতে বাধ্য সরকার।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট প্রাক্তন জেলা ও দায়রা জজ। নিজের বকেয়ার দাবিতে তিনি জনস্বার্থ মামলা করেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে ২০২০ সালের মার্চ-এপ্রিল মাসের বিলম্বিত বেতন প্রদানের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

ওদিকে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানায় করোনা মহামারীর জন্য সরকার আর্থিক অনিশ্চয়তার মধ্যে ছিল। বেতন ও পেনশন প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেতনের ওপর বাড়তি সুদ যেন না চাপানো হয় আদালতে সেই আর্জি রাখে রাজ্য সরকার।

Supreme Court

আরও পড়ুন: কেন নারদ মামালায় শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি? ED কী করছে? তোলপাড় কোর্ট

জানিয়ে রাখি, আগে এই মামলায় হাইকোর্ট ১২% সুদ সহ বকেয়া ফেরানোর নির্দেশ দেয়। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ সেই সুদের হার কমিয়ে ৬% করে। তবে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, যে সরকার নিজের কর্মীদের বকেয়া আটকে রাখে তাদের উপযুক্ত হারে সুদ দেওয়ার নির্দেশই দেওয়া উচিত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর