শাহিনবাগে উচ্ছেদ অভিযানে হস্তক্ষেপ করা হবে না! সিপিএমকে ধমক সুপ্রিম কোর্টের

বাংলাহান্ট ডেস্ক : জলে গেল সিপিএমের আবেদন। এর আগে দিল্লির জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদের ঘটনায় সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দিলেও শাহিনবাগের উচ্ছেদের কাজে যে কোনও রকম হস্তক্ষেপই করা হবে না, এবার এমনটাই সাফ জানিয়ে দিল সুপ্রিমকোর্ট।

এদিনই শাহিনবাগে উচ্ছেদের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিপিএম। কিন্তু এই মামলার রায় দিয়ে কার্যতই অস্বীকার করল সর্বোচ্চ আদালত। হল না শুনানিও। সুপ্রিম কোর্টের দাবি, মামলাটি কোনও ভুক্তভোগী বা ওই মামলায় জড়িত কারও পক্ষ থেকেই করা হয়নি। করা হয়েছে রাজনৈতিক একটি দলের তরফে। একই সঙ্গে হাইকোর্টকে টপকে কেন সরাসরি সুপ্রিমকোর্টে এলেন আবেদনকারীরা এমন প্রশ্নও তোলা হয়েছে। সিপিএমকে সুপ্রিম কোর্টের বদলে হাইকোর্টে আবেদন করার কথাই বলে সুপ্রিমকোর্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালেই দক্ষিন দিল্লির শাহিনবাগ এলাকায় বুলডোজার নিয়ে বেআইনি নির্মাণ এবং বাড়ি ভাঙচুর করে উচ্ছেদ করতে শুরু করে দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চুড়ান্ত উত্তেজনা ছড়ায় এলাকায়।

২০১৯ সালের শেষ এবং ২০২০ সালের শুরুতে দিল্লির এই শাহিনবাগেই সিএএ বিরোধী বিরাট আন্দোলন গড়ে তুলেছিল বামেরা। সেই এলাকাতেই বুলডোজার দিয়ে ভাঙচুর এবং ধ্বংসলীলা চালাতে শুরু করে দিল্লি প্রশাসন। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করতে পথে নামেন এলাকার সাধারণ মানুষ। দীর্ঘক্ষন ধরেই চলে বিক্ষোভ, প্রতিবাদ। বিক্ষোভে যোগ দেন স্থানীয় আম আদমি পার্টির বিধায়ক আমানতউল্লাহ খান। এরপরই উচ্ছেদ স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিপিএম। সেখান থেকেই খালি হাতে ফিরতে হল তাদের।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর