বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৩ সালে ব্যাট হাতে ভালোই ছন্দে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ বাদ দিলে বাকি সব জায়গাতেই তার ব্যাট কথা বলেছে চলতি বছরে। সামনেই রয়েছে এশিয়া কাপ (2023 Asia Cup) এবং তারপরেই বিশ্বকাপের (2023 ODI World Cup) চ্যালেঞ্জ। দেশের মাটিতে আয়োজিত হতে চলা ওই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে বিরাট কোহলি সম্পূর্ণ সুস্থ এবং নিজের সেরা ছন্দে থাকুক এমনটাই চান ক্রিকেটপ্রেমীরা।
এবার তার এক ভক্ত বিরাট কোহলিকে নিয়ে একটি চাঞ্চল্যকর কাণ্ড করতে চলেছেন। জানা গিয়েছে সুরাটের এক নামকরা ব্যবসাদার, যিনি ২২ গজে বিরাটের পারফরম্যান্সের গুণমুক্ত ভক্ত, তিনি তাকে একটি বিশেষ উপহার দেবেন। আর কোহলির এই বিশেষ উপহারটা অন্য কিছুই নয়, সেটি হল একটি ব্যাট।
আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একটি ব্যাট কোহলিকে উপহার দেওয়া হচ্ছে এতে আশ্চর্যের কি আছে? কিন্তু এই ব্যাটটি একেবারেই সাধারণ ব্যাট নয়। জানা গিয়েছে ১.০৪ ক্যারাটের হীরা দিয়ে এই ব্যাটটি নির্মিত হয়ে চলেছে। ব্যাটটি নির্মাণ করতে প্রায় একমাস সময়ের প্রয়োজন। মজার ব্যাপার হলো সুরাটের এই ব্যবসাদার যিনি বিরাট কোহলি ভক্ত তিনি নিজেও হীরের ব্যবসাই করেন।
ডায়মন্ড টেকনোলজি বিশেষজ্ঞ এবং সুরাটের লেক্সাস সফটম্যাক কোম্পানির পরিচালক উৎপল মিস্ত্রি এই অত্যাশ্চর্য ব্যাট তৈরির প্রক্রিয়াটির তত্ত্বাবধানে রয়েছেন। তাই প্রস্তুত হয়ে আসা ওই ব্যাটটিকে এখন শংসাপত্রের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে এই ব্যাটটির বাজার মূল্য ১০ লক্ষ টাকা।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে কোহলিকে সাফল্যের মন্ত্র শোনালেন সৌরভ! বিরাট কি মানবেন?
জানা গিয়েছে যে হীরে দিয়ে এই ব্যাটটি নির্মিত হয়েছে তা পুরোপুরি ন্যাচারাল বা প্রাকৃতিক। চোখে দেখেই যে কেউ এই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন এমনটা গ্যারান্টি দিচ্ছেন উৎপল। এই ব্যক্তির সাইজ হবে ১৫ মিলিমিটার লম্বা এবং ৫ মিলিমিটার চওড়া। যত দ্রুত সম্ভব এই ব্যাগটি বিরাট কোহলির হাতে তুলে দিতে চাইছেন ওই ভক্ত। এই ব্যাটটি হাতে পাওয়ার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া কি হয় তা দেখার জন্য অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব।