কঙ্গনার সমর্থনে অভিনব উদ‍্যোগ, ‘মণিকর্ণিকা’ প্রিন্ট দিয়ে শাড়ি বানালেন সুরাতের বস্ত্র ব‍্যবসায়ী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) ও শিবসেনার (shiv sena) বিবাদ বেশ কয়েকদিন ধরেই লাইমলাইটে রয়েছে। সম্প্রতি কঙ্গনার অফিসের একাংশ বিএমসির তরফে ভেঙে দেওয়া হলে সেই বিবাদ চরমে পৌঁছায়। এবার সারা দেশের অনেকেই সরব হয়েছেন কঙ্গনার সমর্থনে। টুইটারে রীতিমতো ট্রেন্ডিংয়ে থাকেন তিনি। এবার সুরাটের (surat) এক কাপড় ব‍্যবসায়ী অভিনব উপায় বের করলেন অভিনেত্রীকে সমর্থনের জন‍্য।

মণিকর্ণিকা: দ‍্য কুইন অফ ঝাঁসি ছবিতে কঙ্গনার লুকের ছবি শাড়িতে (saree) প্রিন্ট করালেন সুরাটের এক বস্ত্র ব‍্যবসায়ী রজত দাবের। শাড়িতে কঙ্গনার পাশাপাশি গণেশের একটি ছবিও রয়েছে। কঙ্গনাকে সমর্থনের জন‍্যই এমন অভিনব উপায় তিনি বের করেছেন বলে জানিয়েছেন।


তাঁর কথায়, “উনি একটা বিষয়কে সমর্থন করে সযব হয়েছিলেন কিন্তু তাঁর কণ্ঠরোধ করে দেওয়া হয় ও তাঁর অফিস ভেঙে দেওয়া হয়। তাই আমরা ওনাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “ওনার সঙ্গে যা হচ্ছে সেটা ঠিক নয়। আমরা কালই এই শাড়িটা লঞ্চ করেছি। এখনও পর্যন্ত অনেকগুলি অফার এসেছে। এক একটি শাড়ির দাম হাজার টাকা থেকে শুরু।”

ওই বস্ত্র ব‍্যবসায়ী জানান, অনলাইনে শাড়ির অর্ডার নিচ্ছেন তারা। এতে বোঝা যাচ্ছে প্রচুর মানুষ সমর্থন করেন কঙ্গনাকে। এর আগেও তারকাদের প্রিন্ট দিয়ে শাড়ি বানানো হয়েছে এখানে। নির্বাচনের সময় নরেন্দ্র মোদী, বাহুবলী খ‍্যাত প্রভাস, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর প্রিন্ট নিয়েও শাড়ি তৈরি হয়েছে।

https://www.instagram.com/p/CFEv34Hl2Gd/?igshid=twm92ei0l93r

প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত কঙ্গনার বাসভবনের ভেতরে অবৈধ নির্মাণ প্রসঙ্গে নতুন নোটিশ পাঠিয়েছে বিএমসি। বিএমসির অভিযোগ, অফিসের তুলনায় কঙ্গনার বাড়িতে অবৈধ নির্মাণের পরিমাণ বেশি। এর আগে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে অভিনেত্রীর পালি হিলসের অফিসের একাং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিএমসির তরফে। এবার তাদের নিশানায় অভিনেত্রীর বাড়ি।

কিন্তু শিবসেনার তরফে জানানো হয়েছে কঙ্গনার প্রসঙ্গে এখন আর তারা কিছু বলবেন না। অপরদিকে রবিবার রাজ‍্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন কঙ্গনা। তাঁর সঙ্গে হওয়া ঘটনার কথা রাজ‍্যপালকে জানিয়েছেন বলে মন্তব‍্য করেন কঙ্গনা। তবে আজ ফের মানালি ফিরে গেলেন অভিনেত্রী।

X