Bangla Hunt Desk: তৃণমূল নেতা মদন মিত্রের (Madan Mitra) ভিডিও প্রসঙ্গে এবার কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল নেতা মদন মিত্রের অফিসে ঢুকে স্টিং অপারেশন করার অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তি বিজেপি কর্মী, এমনটা জানা গিয়েছে। এই বিষয়ে মদন মিত্রকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
ঘটনার বিবরণ
বালিগঞ্জে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার দফতরে আচমকাই প্রবেশ করে মদন মিত্রের ভিডিও করে ৩ জন ব্যক্তি। কারো অনুমতি না নিয়ে হঠাৎ করে দফতরে ঢুকে মদন মিত্রের ভিডিও করায় ওই ৩ ব্যাক্তির নামে লিখিত অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র।
গ্রেপ্তার করে পুলিশ
বালিগঞ্জ থানার পুলিশ তৃণমূল নেতা মদন মিত্রের অভিযোগের ভিত্তিতে ওই ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জানা যায়, ওই অভিযুক্তদের নাম অঙ্কন দত্ত, মৃণাল মুখোপাধ্যায়, সঞ্জয় চক্রবর্তী। এদের মধ্যে একজন আবার প্রেসিডেন্সি কলেজের ছাত্র এবং বেলঘরিয়ার বাসিন্দা এরা তিনজনেই বিজেপি কর্মী।
দিলীপ ঘোষের কটাক্ষ
শনিবার এই ঘটনার বিষয়ে অবগত হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, ‘তৃণমূল কংগ্রেস তাঁর দলের নেতাদের বাঁচাচ্ছে। এমপিরাও কারো সঙ্গে দেখা করতে চান না। আবার দেখা করতে হলে বাইরে ফোন জমা রেখে ঢুকতে হয়। আমিও তো একজন সাংসদ। আমার কাছে তো প্রতিদিন কত লোক আসেন। তাঁদের সকলকে আমি চিনিও না। তা এসবের কি প্রয়োজন তাই তো বুঝিনা’।
এখানেই থেমে থাকেননি তিনি। মদন মিত্রকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছেন, ‘নিশ্চয়ই ওখানে কোন অবৈধ কাজ হয়। নইলে কেউ কারও অফিসে যাবে কেন? আর মদন মিত্র যদি কিছু অন্যায় কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই তাঁর ভয় আছে’।