সুরেশ রায়নার আবদারের দারুন জবাব দিলেন এক বিসিসিআই কর্তা, জেনে নিন তিনি কি বললেন।

বিসিসিআই এর নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেটাররা আইপিএল ছাড়া আর কোন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেনা। এই নিয়মের বেড়াজালে পড়ে অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটাররা, এছাড়াও যে সমস্ত ক্রিকেটার জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না তাদের বছরের বেশিরভাগ সময় বাড়িতে বসেই কাটাতে হয়। কারণ আইপিএল বছরের মাত্র দু’মাস চলে। আর তারপর বাকি সময়টা তাদের বাড়িতে বসেই কাটাতে হয়। আর এই তালিকায় রয়েছেন একসময় জাতীয় দলের হয়ে নিয়মিত সুযোগ পাওয়া 33 বছর বয়সী সুরেশ রায়নাও।

জাতীয় দলের হয়ে 300 এর বেশি ম্যাচ খেলা সুরেশ রায়না তাই লকডাউনের সময় প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানের সাথে ইনস্টাগ্রাম ভিডিওবার্তায় কথা বলার সময় হঠাৎই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবদার করে বসেন যে ভারতীয় ক্রিকট বোর্ড যাতে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র দেয়। তার মতে এতে অবসর সময়ে ক্রিকেট খেলার সুযোগ পাবেন, এছাড়াও নিত্যনতুন অনেক কিছু শেখা যাবে। সেই সাথে অন্যান্য দেশের ক্রিকেটারদের সাথে নিজেদের যাচাই করার সুযোগও পাওয়া যাবে92462319447e1ce414843df1f17d816e953aaabccbc0081b80450764bc7e973b2fd5ec51

রায়নার এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা জানান জানেন যে সমস্ত ক্রিকেটাররা অবসর নিয়ে নিয়েছেন এবং যারা জানেন যে তারা জাতীয় দলে সুযোগ পাবেন না অর্থাৎ অবসর আসন্ন তারা এই রকম প্রস্তাব দিতেই পারেন। তাদের এই রকম প্রস্তাব দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য বিসিসিআই কখনোই এই প্রস্তাবে অনুমোদন দেবেন না। তবে এবার থেকে অবশ্যই লক্ষ্য রাখা হবে যাতে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা নিলামের সময় বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন, তাহলে তাদের বিদেশি লিগে খেলার ইচ্ছাটা চলে যাবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর