ব্রেকিংনিউজ! মুম্বাইয়ের হোটেল থেকে গ্রেফতার করা হল সুরেশ রায়নাকে

বাংলা হান্ট ডেস্কঃ মুম্বাই থেকে গ্রেফতার করা হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না কে (Suresh Raina)। মুম্বাইয়ে ড্রাগন ফ্লাই নামে এক হোটেলে অভিযান চালায় মুম্বাই পুলিশ। আর সেখান থেকে গ্রেফতার করা হয় জাতীয় দলের প্রাক্তন এই তারকা ক্রিকেটার সুরেশ রায়নারকে। সেই সঙ্গে গ্রেফতার হন নামকরা গায়ক গুরু রানধাওয়াও।

সোমবার গভীর রাতে মুম্বাইয়ের নামকরা হোটেল ড্রাগন ফ্লাই ক্লাবে অভিযান চালায় মুম্বাই পুলিশ। আর সেখানে সুরেশ রায়না ও রানধাওয়াও সহ আরও 34 জনকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনের 34, 188 ও 269 ধারায় মামলা দেওয়া হয়েছে।

suresh raina 1598944182

যেহেতু এই মুহূর্তে ফের মুম্বাইয়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে সেই কারণেই মুম্বাই সরকারের তরফ থেকে নাইট কারফিউ জারি করা হয়। আর এই কারফিউ অনুযায়ী মুম্বাই শহরের প্রত্যেকটি নামিদামি হোটেল কে হোটেল বন্ধ করার জন্য সময় ধার্য করে দেওয়া হয়। যেহেতু সামনেই আসছে ক্রিসমাস এবং নতুন বছর। সেই কথা মাথায় রেখে যাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার জন্যই এই নাইট কারফিউ জারি করেছে মুম্বাই প্রশাসন। তবে প্রশাসনের নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত সময় খোলা ছিল এই হোটেল। আর সেখান থেকেই গ্রেফতার হন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

Udayan Biswas

সম্পর্কিত খবর