বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে চেয়ে বিসিসিআই এর কাছে আবদার করলেন সুরেশ রায়না।

Published On:

সুরেশ রায়না দীর্ঘদিন ধরে ধোনির আমলে ভারতীয় জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন । 300 এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। এছাড়াও ফিল্ডিংয়ে তিনি দারুণ ভূমিকা পালন করেছেন। এমনকি বিশ্বের ফিল্ডিং সম্রাট জন্টি রোডস রায়নাকে ভারতের অন্যতম সেরা ফিল্ডারের তকমা দিয়েছেন। তবে এখন আর ভারতীয় দলে জায়গা হয়না সুরেশ রায়নার। শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2018 সালে। তারপর দীর্ঘ দিন পেরিয়ে গেলও ভারতের জার্সিতে আর খেলার সুযোগ পাননি। সেই কারণে এখন আইপিএলই ভরসা রায়নার কাছে। কিন্তু আইপিএল তো সারা বছর ধরে চলে না, বছরের মাত্র কয়েকটা দিনের জন্য অনুষ্ঠিত হয় আইপিএল টুর্নামেন্ট। এমন পরিস্থিতিতে লকডাউনের মধ্যে রায়না ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক বিশেষ আবদার করলেন।

বিসিসিআই এর নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেটাররা দেশের বাইরে কোন প্রকার ফ্র্যাঞ্চাইজি লীগে অংশগ্রহণ করতে পারবেন না। এই কারণে যে সকল ভারতীয় খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পান না তাদের কাছে আইপিএল ছাড়া আর কোন প্রকার ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা সুযোগ থাকে না। এর ফলে বছরের বেশিরভাগ সময় তাদেরকে বাড়িতে বসেই কাটাতে হয়। আর এইসব কথা মাথায় রেখে সুরেশ রায়না ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করলেন ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরে অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার অনুমতি দেওয়া হোক। রায়নার মতে এর ফলে ভারতীয় ক্রিকেটাররা বিদেশি ক্রিকেটারের সাথে নিজেকে যাচাই করার সুযোগ পাবেন, সেই সাথে নতুন অনেক কিছু শেখাও হবে ভারতীয় ক্রিকেটারদের।

এইদিন ইনস্টাগ্রামে লাইভ চ্যাটে ইরফান পাঠান এর সাথে কথা বলার সময় এই দাবি করেন বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।

সম্পর্কিত খবর

X