বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে আইপিএল ২০২২-এর উত্তেজনা তুঙ্গে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগে বর্তমানে ১০টি দল ট্রফি জয়ের জন্য একে অপরের সাথে যুদ্ধে নেমেছে। আইপিএলের মাঠে প্রতিদিন এমন কিছু ঘটে চলেছে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে মাঝে মাঝে কিছু বিতর্কিত বিষয়ও দেখা যায় এই লিগ চলাকালীন। কিন্তু এখন আইপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্য করতে আসা তারকা ব্যাটার সুরেশ রায়না শিরোনামে এসেছেন। রায়না লাইভ শোতে এমন কিছু বলেছিলেন যার কারণে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
জীবনে প্রথমবার খেলার মাঠ ছেড়ে ধারাভাষ্য দিতে পৌঁছে সুরেশ রায়না প্রীতি জিন্টাকে নিয়ে একটি রসিকতা করেছিলেন যা সহ ধারাভাষ্যকার ইরফান পাঠান পছন্দ করেননি। শুক্রবার পাঞ্জাব কিংস এবং কেকেআরের মধ্যে ম্যাচ চলাকালীন, ইরফান এবং রায়না ম্যাচ নিয়ে একে অপরের সাথে পুরোনো দিনের কথা আলোচনা করছিলেন। তখন ইরফান বলছিলেন তার প্রিয় দল পাঞ্জাব কিংসের কথা। এটা শুনে রায়নাও তার কথায় রাজি হন এবং আলোচনায় পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিন্টার কথাও তুলে আনেন। এই কথা শুনে ইরফান পাঠান রেগে যান এবং মাঝপথে লাইভ শো ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।
এর পর এমন কিছু ঘটল যে দেখে সেখানে উপস্থিত সবাই হাসতে শুরু করল। প্রাক্তন বাঁ হাতি তারকা পেসার লাইভ শো ছেড়ে চলে যেতে শুরু করেন এবং রায়না তাকে ফেরত আনতে চেষ্টা করতে শুরু করেন। কিন্তু তারপর আচমকাই হাসতে শুরু করেন ইরফান। আসলে রায়নার কথায় ইরফান রেগে যাননি, কিন্তু তিনি রায়নাকে এপ্রিল ফুল বানিয়েছিলেন। এই ঘটনা দেখে সবাই হেসে ওঠে এবং এই গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হচ্ছে।
When @IrfanPathan stumped everyone with his prank on @ImRaina! 😂
Catch this #AprilFoolsDay special 👇, and for more of such fun, do not miss #Byjus #CricketLIVE:
Single matchdays: 6:30 PM | Double matchdays: 2:30 PM | Star Sports & Disney+Hotstar pic.twitter.com/j36YgSZjf0
— Star Sports (@StarSportsIndia) April 1, 2022
সুরেশ রায়না একসময় চেন্নাই সুপার কিংসের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন নিজের মতো করে। তিন নম্বরে ব্যাট করে সিএসকে-র হয়ে অনেক রান করেছেন তিনি। মিডল অর্ডারে সুরেশ রায়না ছিলেন চেন্নাই এবং ভারতীয় দলের শক্ত ভিত। ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিং-এর সঙ্গে যুক্ত ছিলেন সুরেশ রায়না। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার নিরিখে চার নম্বরে রয়েছেন তিনি। ২০৫ ম্যাচে তিনি ৫৫২৮ রান করেছেন রায়না। তার থেকে এগিয়ে আছেন শুধুমাত্র বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।