বাংলা হান্ট ডেস্কঃ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার বাবা ত্রিলোকচাঁদ রায়না দীর্ঘ অসুস্থতার পর রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একটি সূত্র পিটিআই-ভাষাকে জানিয়েছে, ‘গত এক বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।’ এই খবরে রায়নার উপর শোকের পাহাড় ভেঙেছে। রায়নার বাবা তাকে ক্রিকেটার বানানোর জন্য অনেক পরিশ্রম করেছিলেন। এই দুঃসংবাদে হতবাক ক্রিকেট বিশ্বও।
সুরেশ রায়না গাজিয়াবাদের রাজনগরে তাঁর বাবার সেবায় নিয়োজিত ছিলেন। সুরেশ রায়নার বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ডিসেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তার মৃত্যুতে ক্রিকেট বিশ্ব শোকাহত। হরভজন সিং সহ রায়নার সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় তাদের শোক প্রকাশ করেছেন। হরভজন লিখেছেন, ‘সুরেশ রায়নার বাবার জন্য দুঃখিত। আপনার আত্মা শান্তিতে থাকুক আঙ্কেল জি।”
রায়না দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে থাকছিলেন। এই বাসভবনেই তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন স্বরা কোকিলা লতা মঙ্গেশকরের মৃত্যুতে সারা বিশ্বের সঙ্গে সুরেশ রায়না নিজেও শোক প্রকাশ করেছেন। কিন্তু এর পরেই রায়নার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে এবং তার বাবাও পৃথিবী থেকে বিদায় জানান। বাবার এমন থেকে চলে যাওয়ায় রায়না গভীরভাবে শোকাহত।
সুরেশ রায়নার বাবা ত্রিলোকচাঁদ রায়না ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি বোমা তৈরিতে পারদর্শী ছিলেন। তিনি অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বোমা তৈরি করতেন। তাঁর আদি গ্রাম জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের রায়নাওয়ারিতে। তিনি একজন কাশ্মীরি পণ্ডিত ছিলেন। ১৯৯০-র দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া হামলার পর তার বাবা সেই গ্রাম ছাড়েন।